Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুপ্রিম কোর্টের নির্দেশে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন উঠে গেল

সুপ্রিম কোর্টের নির্দেশে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন উঠে গেল 
সুপ্রিম কোর্টের নির্দেশে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন নিয়ে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই শহরে এলেন ছবির পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদা শর্মা। সাংবাদিকদের মুখোমুখি …

 

সুপ্রিম কোর্টের নির্দেশে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন উঠে গেল 


সুপ্রিম কোর্টের নির্দেশে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন নিয়ে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই শহরে এলেন ছবির পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদা শর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালক বলেন, ‘গত পাঁচদিন ধরে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, আপনি একবার ছবিটা দেখুন। যদি মনে হয় মেয়েরা মিথ্যা বলছে, আমি ক্ষমা চাইব। আমিও আপনার সঙ্গে বসে ছবি দেখব। সেই মেয়েরাও আপনার সাহায্য চায়।’ এদিন ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর বিপুল আমরুতলাল শাহ।

পাশাপাশি বিপুল ও সুদীপ্তর অভিযোগ, ছবির প্রদর্শন বন্ধ করার জন্য বাংলার ডিস্ট্রিবিউটর-এগজিবিটরদের কাছে হুমকি ফোন আসছে। বিপুল বলেন, ‘বাংলায় ছবির প্রদর্শন হচ্ছে না। এই সমস্যার সমাধান না-হলে আবার আদালতে যাব।’ অতীতের বিতর্কিত ছবির প্রসঙ্গ তুলে সুদীপ্তবাবু বলেন, ‘‘পদ্মাবত’ ছবি নিয়ে বিতর্কের সময় প্রথম মমতাই প্রতিবাদ করেছিলেন। বিবিসি তথ্যচিত্র নিয়ে মহুয়া মৈত্র আওয়াজ তুলেছিলেন। কিন্তু এই ছবি নিয়ে কেন এমন দ্বিচারিতা?’ তাঁর আরও বক্তব্য, ‘এভাবে কোনও ছবি ব্যান করা যায় না। মানুষের ফোনে ফোনে এখন ছবিটা ঘুরছে।’  

যদিও ছবির টাইটেল কার্ডে ‘ফিকশন’ শব্দটি যোগ 

করতে বলেছে সুপ্রিম কোর্ট। পরিচালকের বক্তব্য, ‘ছবির কোনও চিত্রনাট্য, দৃশ্য বাদ দেওয়া হয়নি। টাইটেল কার্ডে কী থাকবে সেটা আইনগত প্রশ্ন। যদি ধরেওনি, অত্যাচারিত মহিলার সংখ্যা ৩২ হাজার নয়। একজনের সঙ্গে অত্যাচার হলেও আমাদের মাথা নিচু হয়ে যায়।’ ছবির অভিনেত্রী আদার বক্তব্য, ‘এই ছবির মাধ্যমে আমাদের লক্ষ্য জঙ্গিরা। তারা যেভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে, আমরা সেই চিত্রটাই তুলে ধরছি।’

No comments