Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতার সংগ্রামী আভা মাইতি জন্মশত বর্ষ ফুর্তি উপলক্ষে আলোচনা ও ক্যুইজ প্রতিযোগিতা

স্বাধীনতার সংগ্রামী আভা মাইতি জন্মশত বর্ষ ফুর্তি উপলক্ষে আলোচনা ও ক্যুইজ প্রতিযোগিতা
বাড়সুন্দরা হাইস্কুল অডিটোরিয়ামে আভা মাইতি মহোদয়ার জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা ও ক্যুইজ অনুষ্ঠিত হয়। আয়োজক সংস্থা…

 


স্বাধীনতার সংগ্রামী আভা মাইতি জন্মশত বর্ষ ফুর্তি উপলক্ষে আলোচনা ও ক্যুইজ প্রতিযোগিতা


বাড়সুন্দরা হাইস্কুল অডিটোরিয়ামে আভা মাইতি মহোদয়ার জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা ও ক্যুইজ অনুষ্ঠিত হয়। আয়োজক সংস্থা "অখনড মেদিনীপুর আভা মাইতি স্মরণ কমিটি"র পক্ষে সম্পাদক ও সঞ্চালক সুজন কুমার বালা জানান"মেদিনীপুরের অগ্নিকন্যা -আভা মাইতির জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ষ ব্যাপী নানা স্থানে স্মরনানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরবর্তী সময়ে স্কুল ভিত্তিক ক্যুইজের আয়োজন করা হবে। এতে নব প্রজন্মের কাছে আভা মাইতির মতো জননেত্রীর আদর্শ ও চিন্তা ধারা পৌঁছে যাবে।"সভায় উপস্থিত ছিলেন আভা মাইতির ভ্রাতুষ্পুত্র অনিমেষ মাইতি, আত্মীয় প্রীতি মাইতি,সুদীপ মাইতি, সংলাপ মাইতি। হলদিয়া পঞ্চায়েত সমিতির আলোক রঞ্জন দাস,অমিয় মাইতি, জয়ন্ত পাল প্রমূখ। কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জেলার মোট ৫২ জন প্রতিযোগী এসেছিলেন। চূড়ান্ত পর্যায়ে দশটি দল সাফল্য অর্জন করেছে। পুরস্কার মূল্য যথাক্রমে ১০০০,৭০০,৫০০,৪০০, বাকি ছয়টি দল ২০০করে।আভা মাইতির প্রতিকৃতি,সার্টিফিকেট দেওয়া হয়েছে।

অনুষ্ঠান মঞ্চে ক্যুইজ মাষ্টার দীপ সুন্দর দিনডা, সন্দীপন দাস, সৌগত কানডার, চন্দন দাস, পিন্টু বাগ কে সার্টিফিকেট সহ সম্মাননা দেওয়া হয়েছে।


No comments