Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোস্টগার্ডের উদ্যোগে নদীতে তেল দূষণ ঠেকাতে হলদিয়া বন্দর ও বিভিন্ন শিল্প সংস্থাকে নিয়ে মহড়া দিল

কোস্টগার্ডের উদ্যোগে নদীতে তেল দূষণ ঠেকাতে হলদিয়া বন্দর ও বিভিন্ন শিল্প সংস্থাকে নিয়ে মহড়া দিল নদীতে তেল দূষণ ঠেকাতে হলদিয়া বন্দর ও বিভিন্ন শিল্প সংস্থাকে নিয়ে মহড়া দিল কোস্টগার্ড। মহড়ার পাশাপাশি হাতেনাতে প্রশিক্ষণ দিতে দু'দি…

 




কোস্টগার্ডের উদ্যোগে নদীতে তেল দূষণ ঠেকাতে হলদিয়া বন্দর ও বিভিন্ন শিল্প সংস্থাকে নিয়ে মহড়া দিল 

নদীতে তেল দূষণ ঠেকাতে হলদিয়া বন্দর ও বিভিন্ন শিল্প সংস্থাকে নিয়ে মহড়া দিল কোস্টগার্ড। মহড়ার পাশাপাশি হাতেনাতে প্রশিক্ষণ দিতে দু'দিনের কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বন্দরের ডক এরিয়া, কোস্টগার্ড জেটি সংলগ্ন হলদি ও হুগলি নদীর মোহনা এলাকায় দিনভর মহড়া চলে। কোনও বিপর্যয়ের সময় নদীতে পেট্রলিয়াম জাতীয় ব্যাপক তেল দূষণ কীভাবে আটকাতে হয়, তার প্রশিক্ষণ দিতেই পলিউশান রেসপন্স ওয়ার্কশপ এবং মকড্রিলের আয়োজন করে কোস্টগার্ড। বুধ ও বৃহস্পতিবার দু'দিন ধরে বিভিন্ন শিল্পসংস্থার সেফটি ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের নিয়ে কর্মশালা হয় কোস্টগার্ডের হলদিয়া ক্যাম্পাসে। বন্দর ছাড়াও আইওসি, বিপিসিএল, এইচপিসিএল, পেট্রকেম, ইন্দোরামা, এজিস লজিস্টিকস, রিলায়েন্সের মতো পেট্রলিয়াম পণ্য নিয়ে যে সংস্থাগুলি কাজ করে তাদের প্রশিক্ষণ দেওয়া ও সতর্ক করা হয়। শিল্প সংস্থাগুলিকে ন্যাশনাল অয়েল স্পিল ডিজাস্টার কনটিনজেন্সি প্ল্যান উপকূল এলাকায় কার্যকরীভাবে প্রয়োগ করার উপর জোর দেয় কোস্টগার্ড। বন্দর এলাকায় জাহাজে পেট্রলিয়াম পণ্য নামানো বা ওঠানোর ক্ষেত্রে অনেক সময় তা নদীতে ছড়িয়ে পড়ার সম্ভবনা থাকে। কখনও জাহাজ হ্যান্ডেলিংয়ের সময় বার্থে তেল ছড়িয়ে পড়ে, কখনও নদীতে জাহাজের কোনও বিপর্যয়ের সময় তেল ট্যাঙ্ক থেকে তা ছড়িয়ে পড়ে। হলদিয়া বন্দরে ডক এলাকায় জাহাজ বার্থিংয়ের সময় নিয়মিত তেল ছড়িয়ে পড়ে। একে বলা হয় অয়েল স্পিল। এরফলে নদী ও খাঁড়ি এলাকায় জলজ জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের অভিযোগ, হলদিয়ায় নদীতে তেল দূষণের ব্যাপক প্রভাব পড়েছে মাছে। সেজন্য গত দু'দশকে হলদিতে মাছ কমে গিয়েছে। এজন্য বিশেষ কৌশলে নদীতে ছড়িয়ে পড়া তেল জল থেকে আলাদা করতে বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে জানান হলদিয়া কোস্টগার্ডের কমান্ডার দিলীপ চক্রবর্তী।

No comments