কিসমত শিবরামনগর হলদিয়াতে সু-স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন
হলদিয়া: শুক্রবার সন্ধ্যায় হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিসমত শিবরামনগর সু-স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়।মোট ৩০ লক্ষ ৩৪ হাজার ৪৪০ টাকা ব্যায়ে হলদিয়া …
কিসমত শিবরামনগর হলদিয়াতে সু-স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন
হলদিয়া: শুক্রবার সন্ধ্যায় হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিসমত শিবরামনগর সু-স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়।মোট ৩০ লক্ষ ৩৪ হাজার ৪৪০ টাকা ব্যায়ে হলদিয়া ব্লকের কিসমত শিবরামনগর গ্ৰামের ২৫৪ নম্বর বুথে গড়ে উঠেছে এই সু-স্বাস্থ্য কেন্দ্রটি।এখানে ওই গ্ৰামের পাশাপাশি আশপাশের বিভিন্ন গ্ৰামের মানুষ পরিষেবা পাবে বলে জানান হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত কুমার হাজরা।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলদিয়া ব্লকের বিডিও সঞ্জয় দাস,হলদিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শিবসুন্দর বেরা সহ অন্যরা।
No comments