কুকড়াহাটি- সুতাহাটা ভায়া কৃষ্ণনগরে টোটো উল্টে আহত ২
প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা বেহাল সুতাহাটা থেকে কুকড়াহাটি ভায়া কৃষ্ণনগর রাস্তাটি প্রধানমন্ত্রী সড়ক যোজনা তৈরি হয়েছিল।
ভিডিও দেখতে ক্লিক করুন। https://youtu.be/TAbQ9-BpCx…
কুকড়াহাটি- সুতাহাটা ভায়া কৃষ্ণনগরে টোটো উল্টে আহত ২
প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা বেহাল সুতাহাটা থেকে কুকড়াহাটি ভায়া কৃষ্ণনগর রাস্তাটি প্রধানমন্ত্রী সড়ক যোজনা তৈরি হয়েছিল।
ভিডিও দেখতে ক্লিক করুন।
https://youtu.be/TAbQ9-BpCxA
দীর্ঘদিন এই রাস্তা সংস্কারের কাজ হয়নি। এই রাস্তা থেকে মানুষ হেঁটে যেতেও পারে না। সুতাহাটা থেকে কুকড়াহাটি যাওয়ার এই রাস্তা প্রায় প্রতিদিন কয়েক হাজার মানুষ শিল্প শহরে কাজের তাগিদে আসে। এই রাস্তা বেহাল অবস্থায় থাকায় এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি অফিসে লিখিত আবেদন করেছেন। কিন্তু শাসক দলের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি অফিসের অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোন কারণপাত করেনি সংশ্লিষ্ট প্রশাসন। সুতাহাটা থেকে কৃষ্ণনগরে যাবার সময় টোটো তে এক অসুস্থ ব্যক্তি ছিলেন রাস্তাটা এতটাই খারাপ অসুস্থ রোগী সহ টোটো পাল্টে যায়। অসুস্থ রোগী আরও অসুস্থ হয়ে পড়েন। এলাকার মানুষ ছুটে এসে গাড়ির ড্রাইভার এবং অসুস্থ রোগীকে সুস্থ করার এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তারপর এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
সূত্রের খবর সুতাহাটা থানার পুলিশ খবর পেয়ে বিক্ষোভস্থলে পৌঁছায় পুলিশকে দেখে এলাকার মানুষ আরো উত্তপ্ত হয়ে উঠেন। স্থানীয় পুলিশের আশ্বাসে রাস্তার কাজ হবে এই কথা শুনে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা বিভিন্ন রাস্তা তৈরি হচ্ছে। ওই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শাসক দলের তদারকির অভাবেই রাস্তাটি বেহাল হয়েছে। অবিলম্বে শাসকদলের দৃষ্টি আকর্ষণ করছি।
No comments