হলদিয়ার চাউলখোলায় কঠিন বর্জ্য নিষ্ক্রিয়করণ প্রকল্পের নির্মাণ সামগ্রী চুরি
হলদিয়া বন্দরঃ শুক্রবার ১৯ শে মে রাতে হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাউলখোলা গ্ৰামে শ্মশান মোড় সংলগ্ন এলাকায় কঠিন বর্জ্য নিষ্ক্রিয়কর…
হলদিয়ার চাউলখোলায় কঠিন বর্জ্য নিষ্ক্রিয়করণ প্রকল্পের নির্মাণ সামগ্রী চুরি
হলদিয়া বন্দরঃ শুক্রবার ১৯ শে মে রাতে হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাউলখোলা গ্ৰামে শ্মশান মোড় সংলগ্ন এলাকায় কঠিন বর্জ্য নিষ্ক্রিয়করণ প্রকল্পের নির্মাণ সামগ্রী চুরি হয়।রড,কাটিং মেশিন,ইলেকট্রিক তার সহ বিভিন্ন যন্ত্রপাতি খোয়া গিয়েছে বলে জানা গেছে।স্থানীয় দেভোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান হৃষিকেশ মাজী বলেন, 'আমরা ভবানীপুর থানায় অভিযোগ জানিয়েছি। এবং অঞ্চল থেকে রাতে প্রহরী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' স্থানীয় বাসিন্দারা জানান কয়েক মাস আগেও ওই জায়গা থেকে বেশকিছু আসবাবপত্র চুরি হয়েছিল।রাতে এলাকার দুষ্কৃতীদের আড্ডা বাড়ে।গ্ৰামের একাধিক বাড়িও চুরির ঘটনা ঘটেছে।গ্ৰামীণ এলাকায় পুলিশি টহল জোরদার করার জন্য আবেদন জানিয়েছে গ্ৰামবাসীরা। এই ঘটনা কটাক্ষ করেছেন বিএম এস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী, তিনি বলেন এর আগেও একবার চুরি হয়েছে শুনলাম ,তাহলে কেন পুলিশি টহলদারি দেওয়া হয়নি। পুলিশ কি শুধু মোড়ে মোড়ে তোলাবাজি করবে । গ্রাম এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা তাদের ডিউটি। প্রতন্ত গ্রামের ভিতরে চুরি হচ্ছে তাহলে কি পুলিশ এখনো চোরকে সনাক্ত করতে পারেনি? না হচ্ছে করে এই ঘটনা ঘটাচ্ছে।
No comments