Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রামনগর-১ ও ২ ব্লক কংগ্রেসের সভা যোগদান মেলা

রামনগর-১ ও ২ ব্লক কংগ্রেসের সভা যোগদান মেলা এই সভায় রামনগর-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ‍্যক্ষ অলক নন্দ কংগ্রেসে যোগ দেন।উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, কাঁথি মহকুমা কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন কমিটির সভাপ…

 


 রামনগর-১ ও ২ ব্লক কংগ্রেসের সভা যোগদান মেলা 

এই সভায় রামনগর-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ‍্যক্ষ অলক নন্দ কংগ্রেসে যোগ দেন।

উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, কাঁথি মহকুমা কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন কমিটির সভাপতি দীপক দাস, আহ্বায়ক প্রলয় দাস, রামনগর-১ ও ২ ব্লক কংগ্রেসের সভাপতিদ্বয় মানস দত্ত ও প্রণব পঞ্চাধ‍্যায়ী, আই এন টি ইউ সি নেতা অসিত মহাপাত্র প্রমূখ।

তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির স্বৈরতান্ত্রিক, সাম্প্রদায়িক ও বিদ্বেষ মূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ১৫ই জুন জননেতা অধীর চৌধুরীর ডাকে শহীদ মিনারের জনসভা সফল করার জন্য মানসবাবু আহ্বান জানান।

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করে দ্রুত প্রার্থী তালিকা তৈরী করা হবে স্থির হয়।

No comments