Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দু'দিন ২০ স্বল্প দৈর্ঘ্যের ছবিতে মাতবেন মহিষাদলের মানুষ

দু'দিন ২০ স্বল্প দৈর্ঘ্যের ছবিতে মাতবেন মহিষাদলের মানুষ হলদিয়া বন্দরঃ আজ থেকে দু'দিন ২০ স্বল্প দৈর্ঘ্যের ছবিতে মাতবেন মহিষাদলের মানুষ। বিভিন্ন সামাজিক বার্তা দিয়ে পূর্ব পান । মেদিনীপুর তো বটেই বিভিন্ন জেলা এবং কলকাতা থে…

 

দু'দিন ২০ স্বল্প দৈর্ঘ্যের ছবিতে মাতবেন মহিষাদলের মানুষ 

হলদিয়া বন্দরঃ আজ থেকে দু'দিন ২০ স্বল্প দৈর্ঘ্যের ছবিতে মাতবেন মহিষাদলের মানুষ। বিভিন্ন সামাজিক বার্তা দিয়ে পূর্ব পান । মেদিনীপুর তো বটেই বিভিন্ন জেলা এবং কলকাতা থেকে ৩৩ জন শর্ট ফিল্ম নির্মাতারা এই দু'দিনের উৎসবে অংশ নিতে আবেদন করেন ও তাঁদের "তৈরি শর্টফিল্ম পাঠান। গত বুধবার মহিষাদলেই হয় ছবির স্ক্রিনিং। সেখান থেকে উৎসবে দেখানোর জন্য ২০টি ছবি বেছে নিয়েছেন পাঁচ সদস্যর জুরি বোর্ড। বেছে নেওয়া হয়েছে উৎসবের সেরার সেরা ছবিটিও। অরিজিৎ মুখোপাধ্যায়ের উদ্যোগে মহিষাদল প্রেস কর্নার, আর্টটিউন ও সুবর্ণরেখার আয়োজনে মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়ি প্রাঙ্গণে শনিবার ও রবিবার সন্ধ্যা ছটা থেকে এই উৎসব চলবে রাত দশটা পর্যন্ত। জেলার প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা, শিল্পীদের প্রচারের আলোয় আনতেই ‘মহিষাদল স্ট্রিট শর্ট ফিল্ম’ উৎসবের আয়োজন। এই ধরণের আয়োজন এই জেলায় তো বটেই, চলচ্চিত্র কলকাতার বাইরে অন্য কোথাও আগে হয়নি বলেই উদ্যোক্তাদের। জুরি বোর্ডের অন্যতম

মহিষাদল রাজ পরিবারের সদস্য শৌর্য্যপ্রসাদ গর্গ বলেন, “কলকাতার চলচ্চিত্র নির্মাতারা অনেক সুযোগ তুলনামূলকভাবে জেলার শর্টফিল্ম নির্মাতারা থাকেন প্রচারের বাইরে। অথচ ছবির বিচার করতে গিয়ে দেখা গেল, জেলাস্তরেও সিনেমা নিয়ে ভালো কাজ করছেন অনেকে। তাঁদেরকে তুলে ধরার যে প্রয়াস নেওয়া হয়েছে তা সাধুবাদ যোগ্য।” মহিষাদল প্রেস কর্নারের সভাপতি সুব্রত চক্রবর্তী বলেন, “এই ধরণের অভিনব উদ্যোগ মহিষাদল তো বটেই আমাদের জেলায় প্রথম। এই উদ্যোগ জেলার তরুণ চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের উৎসাহিত করবে। এই শর্ট স্ট্রিট ফিল্ম ফেস্টিভালের অন্যতম উদ্যোক্তা অরিজিৎ মুখোপাধ্যায় বলেন, “এই উৎসবে অংশগ্রহণের জন্য জেলার চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে শিল্পীরা যে ভাবে আগ্রহ প্রকাশ করেছেন, তা অভাবনীয়। বিনামূল্যে ২০টি শর্ট ফিল্ম দেখানো হচ্ছে। নির্মাতাদেরও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানপ্রদানের মাধ্যমে দাবি তাঁদের উৎসাহিত করতে চাই আমরা।” ছবি: রঞ্জন মাইতি

No comments