Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাকৃতিক দুর্যোগ সতর্কতায় মৎস্যজীবীদের শিবির নন্দীগ্রামে

প্রাকৃতিক দুর্যোগ সতর্কতায় মৎস্যজীবীদের শিবির নন্দীগ্রামে

বুধবার ৩-রা মে ২০২৩, দুপুর ২.৩০ টার সময় নন্দীগ্রাম এক ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে কেন্দেমারী বাছুরমারি খাল সংলগ্ন নদী তীরে ( গঙ্গা মেলা মোড়) ভারতীয় উপকূল রক্ষী বাহিনীকে নিয়ে…

 




প্রাকৃতিক দুর্যোগ সতর্কতায় মৎস্যজীবীদের শিবির নন্দীগ্রামে



বুধবার ৩-রা মে ২০২৩, দুপুর ২.৩০ টার সময় নন্দীগ্রাম এক ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে কেন্দেমারী বাছুরমারি খাল সংলগ্ন নদী তীরে ( গঙ্গা মেলা মোড়) ভারতীয় উপকূল রক্ষী বাহিনীকে নিয়ে মৎস্য আহরণে নির্দেশিকা, মৎস্যজীবীদের সুরক্ষা সহ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় পদক্ষেপ ও পরিবেশবান্ধব সচেতনতাসহ বিভিন্ন বিষয় নিয়ে সকল নৌকা, ফিশিং ট্রলারের সাথে যুক্ত মৎস্যজীবীদের সাথে একটি আলাপ-আলোচনা সভা অনুষ্ঠিত হল।  মৎস্যজীবিদের এই সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু, নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানি সহ হলদিয়ার ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর আধিকারিকগন।   ইন্ডিয়ান কোস্ট গার্ড সিকিউরিটি ড্রিল এর বিষয়ে আলোকপাত করে।  এছাড়া প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘মোচা’, সেই বিষয়ে মৎস্যজীবীদের অবগত করা হয়।  নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন “মৎস্যজীবীদের সাথে নিবিড় যোগাযোগ রেখে চলা হচ্ছে তারই অঙ্গ হিসেবে এদিনের এই আলাপ-আলোচনা সভা অনুষ্ঠিত হল”। সভায় উপস্থিত মৎস্যজীবী সেকেন্দার মল্লিক, অজয় গিরি, আমিনুল ইসলাম প্রভৃতি বলেন –“ঘূর্ণিঝড় ‘মোচা’সহ এদিনের সভায় প্রাকৃতিক দুর্যোগ সতর্কতায় নৌকা-ট্রলার সহ মৎস্যজীবীদের সুরক্ষায় করনীয় সম্পর্কে জানতে পেরে খুব ভালো হল”।

No comments