জাতীয় ডেঙ্গি দিবস উপলক্ষে পাড়ায় পাড়ায় সচেতনতা মূলক লিফলেট বিলি ও মিছিল হলদিয়ায়হলদিয়া বন্দরঃ আজ ১৬ মে মঙ্গলবার জাতীয় ডেঙ্গি দিবস।মশাবাহিত এই রোগ থেকে মুক্তি পেতে নিজের বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে জানিয়েছে…
জাতীয় ডেঙ্গি দিবস উপলক্ষে পাড়ায় পাড়ায় সচেতনতা মূলক লিফলেট বিলি ও মিছিল হলদিয়ায়
হলদিয়া বন্দরঃ আজ ১৬ মে মঙ্গলবার জাতীয় ডেঙ্গি দিবস।মশাবাহিত এই রোগ থেকে মুক্তি পেতে নিজের বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে জানিয়েছে ব্লক স্বাস্থ্য দপ্তর।
মঙ্গলবার হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন বাজারে এবং পাড়ায় পাড়ায় ঘুরে সচেতনতা মূলক লিফলেট বিলি ও মিছিল করল ভিডিডিসি (VDDC),ভিসিটি (VCT) এবং ভিএসটি (VST) টিমের সদস্যরা। হলদিয়ার চাউলখোলা ও কিসমত শিবরামনগর গ্ৰামে বাড়ি বাড়ি সচেতনতা মূলক লিফলেট বিলি করে নিজেদের সচেতন থাকার বার্তা দেন ভিসিটি ও ভিএসটি টিমের সদস্যরা।এদিন সকাল থেকে দুই টিমের সুপারভাইজার সুজিত কুমার জানার নেতৃত্বে এই সচেতনতা মূলক প্রচার হয়।উপস্থিত ছিলেন দেভোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান হৃষিকেশ মাজী,পঞ্চায়েত সদস্য উত্তম শাসমল সহ অন্যরা।
No comments