Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড পেলেন হলদিয়ার রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রণব কুমার জানা

ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড পেলেন হলদিয়ার রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রণব কুমার জানা
ওয়েস্ট বেঙ্গল স্টেট ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড পেলেন হলদিয়ার রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের অধ্যাপক …

 




ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড পেলেন হলদিয়ার রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রণব কুমার জানা


ওয়েস্ট বেঙ্গল স্টেট ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড পেলেন হলদিয়ার রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রণব কুমার জানা।শুক্রবার রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড় মঠে সম্মানিত করা হয় প্রণববাবুকে।২০২২-২৩ শিক্ষাবর্ষে মহাবিদ্যালয় স্তরে প্রকল্প আধিকারিক হিসেবে এই পুরস্কার পেয়েছেন।প্রশাসনিক ধারা অনুযায়ী কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র সাহুকেও এই পুরস্কারে সম্মানিত করা হয়।১৯৭১ সাল থেকে হলদিয়ার চৈতন্যপুরে বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে এনএসএস চালু হয়।প্রথাগত বিদ্যার পাশাপাশি বহু ছাত্র-ছাত্রী সেবা মানসিকতায় এই প্রকল্পের সঙ্গে সামিল হয়।কলেজের সেবা মনোভাবাপন্ন অধ্যাপক এই প্রকল্পের দ্বায়িত্ব নিয়ে দেখভাল করেন।চারা গাছ রোপন,পরিবেশ পরিচ্ছন্নতায় সাফাই অভিযান,রক্তদান,অসহায় দুঃস্থ মানুষকে খাওয়ার সরবরাহ ইত্যাদি সারা বছরের সেরা কাজের মূল্যায়ন করা হয়। প্রণববাবু নিজের কলেজের ২০১৮ সালের এপ্রিল মাসে এই প্রকল্প আধিকারিকের দায়িত্ব পান। ২০২৩ সালের মার্চ মাসে শেষ হয় তাঁর দায়িত্ব।

রাজ্যস্তরের পুরস্কার পেয়ে খুশি রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। তিনি জানান, “সমাজে মানুষের জন্য কিছু সেবা কাজ করার মধ্যে আনন্দ পাই। ছাত্র-ছাত্রীদের নিয়ে সেই কাজ করেছি। রাজ্যস্তরের এই পুরস্কার কাজে উৎসাহ দেবে নিশ্চিত। আরও নতুন কিছু সেবা মূলক কাজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব।”

No comments