Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গরমে মিড-ডে-মিলের সঙ্গে পাতে পড়ল তরমুজ,মুখে হাসি ফুটল পড়ুয়াদের

গরমে মিড-ডে-মিলের সঙ্গে পাতে পড়ল তরমুজ,মুখে হাসি ফুটল পড়ুয়াদের
হলদিয়া বন্দর ঃ আগামী ২ মে মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাইস্কুলে গরমের ছুটি পড়ছে।তার আগে শনিবার মি-ডে-মিলের সঙ্গে পড়ুয়াদের দেওয়া হল তরমুজ।ছুটি পড়ার…

 



গরমে মিড-ডে-মিলের সঙ্গে পাতে পড়ল তরমুজ,মুখে হাসি ফুটল পড়ুয়াদের


হলদিয়া বন্দর ঃ আগামী ২ মে মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাইস্কুলে গরমের ছুটি পড়ছে।তার আগে শনিবার মি-ডে-মিলের সঙ্গে পড়ুয়াদের দেওয়া হল তরমুজ।ছুটি পড়ার আগে শেষ দিনে স্কুলে এমন লোভনীয় খাওয়ার পেয়ে খুশি সায়ন,শোহন,সুকৃষ্ণারা।হলদিয়ার সুতাহাটা দক্ষিণ চক্রের অন্তর্গত কিসমত শিবরামনগর ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা প্রায় দেড় শতাধিক।ছাত্রছাত্রীরা সকলেই প্রত্যেকদিন মি-ডে-মিল খায়।শনিবারের মেনুতে ছিল খেঁচুড়ি,আলুর দম এবং তরমুজ। স্কুলের প্রধান শিক্ষক শোভন দাস বলেন, 'দীর্ঘ গরমের ছুটি পড়ছে।তার জন্য ছাত্রছাত্রীদের মন খারাপ।সেজন্য শেষ দিন তাদের খুশি করতে তরমুজ খাওয়ানো হয়েছে।' গরমের ছুটিতে পড়ুয়াদের হোম টাস্ক এবং বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষকরা। স্কুলের সহ-শিক্ষক শঙ্কর প্রধান বলেন, 'সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্কুলে মিড ডে মিলে ডাল, ভাত, তরকারির সঙ্গে এখন মুরগির মাংস এবং ফল খাওয়ানো হচ্ছে।এর ফলে ছাত্রছাত্রীদের পুষ্টি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গরমের ছুটির জন্য পায় এক থেকে দেড় মাস তা বন্ধ থাকবে। স্কুলে রুটিন অনুযায়ী প্রত্যেক দিনে ভিন্ন ভিন্ন ফল এবং মেনু ঠিক করা ছিল।তা থেকে বঞ্চিত হবে পড়ুয়ারা।সেই সঙ্গে ওদের পড়াশোনারও ক্ষতি হবে।' অন্যান্য শিক্ষকরা জানান, গরমে ছুটির প্রয়োজনীয়তা রয়েছে,কিন্তু তা এতো দীর্ঘ না হলেও চলতো।যেহেতু প্রাথমিক বিদ্যালয় গুলিতে সকাল স্কুল হয়‌।এদিন ছুটির বিজ্ঞপ্তিতে কতদিনের গরমের ছুটি তা পড়ুয়া এবং অভিভাবকদের জানাতে পারেনি স্কুল কর্তৃপক্ষ।কারন, ২ মে থেকে সরকারি ভাবে গরমের ছুটি ঘোষণা হলেও কত দিনের তা শিক্ষা দপ্তর থেকে উল্লেখ করে জানানো হয়নি।এর ফলে সমস্যায় পড়েছেন সকলেই।

No comments