Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতা সংগ্রামী প্রাক্তন বিধায়ক ও সাংসদ আভা মাইতি জন্মশতবর্ষ উদযাপন

স্বাধীনতা সংগ্রামী প্রাক্তন বিধায়ক ও সাংসদ আভা মাইতি জন্মশতবর্ষ উদযাপন প্রবীন স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী প্রাক্তন মন্ত্রী বিধায়ক সাংসদ আভা মাইতি জন্মশতবর্ষ উদযাপিত অনুষ্ঠিত হয়।নিমতৌড়ি স্মৃতিসৌধে প্রেক্ষাগৃহে ২৩শে এপ্রিল ২০…

 



স্বাধীনতা সংগ্রামী প্রাক্তন বিধায়ক ও সাংসদ আভা মাইতি জন্মশতবর্ষ উদযাপন 

প্রবীন স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী প্রাক্তন মন্ত্রী বিধায়ক সাংসদ আভা মাইতি জন্মশতবর্ষ উদযাপিত অনুষ্ঠিত হয়।

নিমতৌড়ি স্মৃতিসৌধে প্রেক্ষাগৃহে ২৩শে এপ্রিল ২০২৩ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় পৌরহিত্য পৌরপিতা তাম্রলিপ্ত পৌরসভা। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অধ্যাপক ব্রহ্মময় নন্দ, প্রাক্তন বিধায়ক ও হলদিয়ার উন্নয়নের পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক জ্যোতির্ময় কর , পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, শ্রী সুবলচন্দ্র মান্না  পৌরপিতা কাঁথি পৌরসভা, প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শৈলজা কুমার দাস, অধ্যাপক সুস্নাত জানা মেদিনীপুর কলেজ, ননী গোপাল মাইতি প্রাপ্ত অধ্যাপক বাজকুল সম্মিলনী মহাবিদ্যালয় , শ্রী দেবপ্রসাদ মন্ডল প্রাক্তন পৌরপিতা হলদিয়া পৌরসভা, ডক্টর অধ্যাপক নারায়ণ চন্দ্র মাইতি প্রাক্তন অধ্যাপক মহিষাদল গার্লস কলেজ এবং সম্পাদক আভা মাইতি জন্মশত বর্ষ উদযাপন কমিটি। উপস্থিত ছিলেন নন্দ মিশ্র পৌরপিতা পাঁশকুড়া পৌরসভা, অনিমেষ মাইতি ডঃ সত্য রঞ্জন বেড়া, ডঃ রবিশান্ত শিমলাই প্রমূখ প্রমূখ। এছাড়াও জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে দুই শতাধিক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে ছিলেন।আভা মাইতি স্মারক পত্রিকা প্রকাশিত হয় । প্রত্যেকে তার অনাড়ম্বর জীবন সম্পর্কে আলোচনা করেন। জানালেন কমিটির অন্যতম সদস্য অমিয় কুমার মাইতি।

No comments