Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুনরায় পুরসভা দখল করতে মরিয়া শাসকদল তৃনমূল হলদিয়া পুরসভা নির্বাচন কে সামনে রেখে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন

পুনরায় পুরসভা দখল করতে মরিয়া শাসকদল তৃনমূলহলদিয়া পুরসভা নির্বাচন কে সামনে রেখে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন
নির্বাচনের আগে কর্মীদের উজ্জীবিত করতে তৎপর তৃনমূল।রবিবার হলদিয়ার দুর্গাচক কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে শহর তৃনমূল কংগ্র…

 




পুনরায় পুরসভা দখল করতে মরিয়া শাসকদল তৃনমূল

হলদিয়া পুরসভা নির্বাচন কে সামনে রেখে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন


নির্বাচনের আগে কর্মীদের উজ্জীবিত করতে তৎপর তৃনমূল।রবিবার হলদিয়ার দুর্গাচক কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে শহর তৃনমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে অংশ নেয় হলদিয়া পুরসভার ২৯ টি ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি সহ বিভিন্ন বুথের কর্মী-সমর্থকরা।

এদিন কর্মী সম্মেলনে আসন্ন পুরসভা নির্বাচনের রূপরেখা তৈরি করা হয়।উল্লেখ্য আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে জোর দিয়েছে তৃনমূল।দিদির সুরক্ষা কবজ কর্মসূচির মাধ্যমে দিদির দূতরা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনেছেন।গত ১১ বছরের রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলি প্রচার করছেন।চলতি মাসে দিঘাতে মুখোমুখী মমতা বন্দ্যোপাধ্যায় বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করেন।তিনি এবার পঞ্চায়েতে দক্ষ এবং সৎ মানুষের পঞ্চায়েতে টিকিট দেওয়ার কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রীর জেলা সফরের পরেই ভোটের তোড়জোড় শুরু করেছে শাসকদল।এদিন সম্মেলনে অংশ নেয় ১৫৭টি বুথের কর্মীরা।তিনটি বুথের কর্মী সমর্থকরা অংশ নেয়নি।সম্মেলনে উপস্থিত আছেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী,আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়,হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর,তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল সভাপতি সৌমেন কুমার মহাপাত্র,যুব সভাপতি আসগর আলি,হলদিয়া শহর তৃনমূল কংগ্রেস সভাপতি মিলন মণ্ডল প্রমুখ।

No comments