Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৫ তম বর্ষে হলদিয়ায় হলদি কবিতা উৎসব

২৫ তম বর্ষে হলদিয়ায় হলদি কবিতা উৎসব 
কবি গোলক দাস সম্পাদিত হলদি পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে হলদিয়া পৌরসভার শীতাতাপ নিয়ন্ত্রিত কনফারেন্স হলে সারাদিন ধরে অনুষ্ঠিত হলো হলদি কবিতা উৎসব। কবিতা উৎসবে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন পূর…

 




২৫ তম বর্ষে হলদিয়ায় হলদি কবিতা উৎসব 


কবি গোলক দাস সম্পাদিত হলদি পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে হলদিয়া পৌরসভার শীতাতাপ নিয়ন্ত্রিত কনফারেন্স হলে সারাদিন ধরে অনুষ্ঠিত হলো হলদি কবিতা উৎসব। কবিতা উৎসবে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শতাধিক কবি, সাহিত্যিক। বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী,নৃত্যশিল্পী এবং সাংবাদিকরা। হলদি কবিতা উৎসবের সভামুখ্য ছিলেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং অনুবাদক নীলাঞ্জন শান্ডিল্য। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনানী পত্রিকার সম্পাদক কবি অধীরকৃষ্ণ মন্ডল, কবি সন্তোষ কুমার মাজী, কবি রফিক উল ইসলাম, কথা সাহিত্যিক মুর্শিদ এ এম, কবি মৃনালকান্তি দাশ,কবি ও সাংবাদিক আরিফ ইকবাল খান, কবি ও সাংবাদিক সুজিত ভৌমিক, কবি অরূপ পান্তি,কবি সৌমিত বসু,কবি মোহম্মদ শাহবুদ্দিন ফিরোজ প্রমুখ।কবিতা উৎসবে আগত কবি সাহিত্যিকরা বৃক্ষে জল সিঞ্চন এর মধ্য দিয়ে কবিতা উৎসবের সূচনা করেন। প্রকাশিত হয় হলদি পত্রিকার ২৫ বছর পূর্তি সংখ্যা এবং কবি আবু রাইহানের পঞ্চম কাব্যগ্রন্থ ভালোবাসা লিখি রাত্রির খামে। হলদি কবিতার ২৫ বছর পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এবারই প্রথম সাংবাদিকতা, সম্পাদনা, কবিতা, প্রবন্ধ এবং গল্প লেখার ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের অধিকারী পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে হলদি কবিতা পুরস্কারে সম্মানিত করা হয়। কবিতার জন্যে তমলুকের সত্তর দশকের বিশিষ্ট কবি মল্লিনাথ চট্টোপাধ্যায়,সাংবাদিকতার জন্যে হলদিয়ার বর্ষিয়ান সাংবাদিক সত্যেন্দ্রনাথ নায়ক, গল্পের জন্যে মহিষাদলের বিশিষ্ট চিকিৎসক ও কথা সাহিত্যিক ডা.সুব্রত মাইতি, লিটিল ম্যাগাজিন সম্পাদক হিসেবে মহিষাদলের কবি হরপ্রসার সাহু এবং প্রবন্ধের জন্যে হলদিয়ার প্রাবন্ধিক আমিনুল ইসলামকে হলদি সাহিত্য পুরস্কার ২০২৩ তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে স্মারক মেমেন্টো, মানপত্র, ছাড়াও ছিল উপহার, মিষ্টি এবং আর্থিক সম্মাননা। এছাড়া হলদি কবিতা উৎসবে সম্মাননা জানানো হয় ন্যাশনাল ওয়াটার পোলো দলের সদস্যা হলদিয়ার মেয়ে পূজা দাস এবং হলদিয়ার বিশিষ্ট সমাজসেবী ও সাহিত্যসেবী আজিজুল রহমানকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি আবু রাইহান এবং কবি নাগসেন।

No comments