Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মনসা পূজা পুরস্কার বিতরণী সভায় বিধায়ক তাপসী

মনসা পূজা পুরস্কার বিতরণী সভায় বিধায়ক তাপসী
পার্বতীপুর  ও শালুক খালী সন্তোষী ও মনসা এবং গনেশ পূজা কমিটি ৪৬ তম বার্ষিকী মিলন উৎসব । জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান শুরু হয় ৭ই বৈশাখ ২১শে এপ্রিল । পুজোক…

 



মনসা পূজা পুরস্কার বিতরণী সভায় বিধায়ক তাপসী


পার্বতীপুর  ও শালুক খালী সন্তোষী ও মনসা এবং গনেশ পূজা কমিটি ৪৬ তম বার্ষিকী মিলন উৎসব । জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান শুরু হয় ৭ই বৈশাখ ২১শে এপ্রিল । পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। রবীন্দ্র নজরুল নিত্য প্রতিযোগিতা , লোকনৃত্য এবং মিনি সুপারস্টার প্রতিযোগিতা। এছাড়াও নৈশকালীন ৮ টিমের শর্ট ক্রিকেট ও১৬ টিমের নট আউট নৈশকালীন ফুট টেনিশ প্রতিযোগিতা হয়। এছাড়াও যাত্রা অনুষ্ঠান এবং অর্কেস্টার পূজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়

২৪শে এপ্রিল ১০ই বৈশাখ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মন্ডল বিশিষ্ট সমাজসেবী প্রদীপ বিজলী , শিক্ষক মানিক দাস গোস্বামী জেলা পরিষদের সদস্য আনন্দময় অধিকারী হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র, সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দীনেশ কুমার রায় প্রামানিক সঞ্চালনা করেন স্বদেশ রঞ্জন পাত্র। সভায় শতাধিক দুস্থ মানুষদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। জানালেন কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় পাত্র

No comments