রাজ্যস্তরে এনএসএস পুরস্কার পাচ্ছে হলদিয়ার বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রণব কুমার জানা
হলদিয়া: ওয়েস্ট বেঙ্গল স্টেট ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড পাচ্ছেন হলদিয়ার রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের অধ্যাপক প্…
রাজ্যস্তরে এনএসএস পুরস্কার পাচ্ছে হলদিয়ার বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রণব কুমার জানা
হলদিয়া: ওয়েস্ট বেঙ্গল স্টেট ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড পাচ্ছেন হলদিয়ার রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রণব কুমার জানা।শনিবার বিকাশ ভবন থেকে ফোন মারফত একথা জানানো হয়েছে প্রণববাবুকে।২০২২-২৩ শিক্ষাবর্ষে মহাবিদ্যালয় স্তরে প্রকল্প আধিকারিক হিসেবে এই পুরস্কার তিনি পাচ্ছেন।প্রশাসনিক ধারায় এই কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র সাহুকেও এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।১৯৭১ সাল থেকে হলদিয়ার চৈতন্যপুরে বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে এনএসএস চালু হয়।প্রথাগত বিদ্যার পাশাপাশি বহু ছাত্র-ছাত্রী সেবা মানসিকতায় এই প্রকল্পের সঙ্গে সামিল হয়।কলেজের সেবা মনোভাবাপন্ন অধ্যাপক এই প্রকল্পের দ্বায়িত্ব নিয়ে দেখভাল করেন।চারা গাছ রোপন,পরিবেশ পরিচ্ছন্নতায় সাফাই অভিযান,রক্তদান,অসহায় দুঃস্থ মানুষকে খাওয়ার সরবরাহ ইত্যাদি সারা বছরের সেরা কাজের মূল্যায়ন করা হয়। প্রণববাবু নিজের কলেজের ২০১৮ সালের এপ্রিল মাসে এই প্রকল্প আধিকারিকের দায়িত্ব পান। ২০২৩ সালের মার্চ মাসে শেষ হয় তাঁর দায়িত্ব। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হয়েও কলেজ পড়ুয়াদের নিয়ে নানা সমাজ সেবামূলক কাজে ছাপ রাখেন।ইতিমধ্যে ২০২২ সালের সেপ্টেম্বরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দেওয়া 'বেস্ট এনএসএস প্রোগ্রাম অফিসার অ্যাওয়ার্ড পান প্রণববাবু।ওই বছরেই এই বিশ্ববিদ্যালয়ের দেওয়া 'করোনা ওয়ারিয়র 'অ্যাওয়ার্ড' পেয়েছেন। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং ভলান্টিয়ার তিন ক্যাটেগরিতেও চালু রয়েছে এই পুরস্কার। এবার রাজ্যস্তরের পুরস্কার পেতে চলেছেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। তিনি জানান, “সমাজে মানুষের জন্য কিছু সেবা কাজ করার মধ্যে আনন্দ পাই। ছাত্র-ছাত্রীদের নিয়ে সেই কাজ করেছি। রাজ্যস্তরের এই পুরস্কার কাজে উৎসাহ দেবে নিশ্চিত। আরও নতুন কিছু সেবা মূলক কাজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব।” তাঁর এই পুরস্কারে খুশি কলেজের পড়ুয়া থেকে অন্য অধ্যাপকরাও।
No comments