Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কলেজে পার্টির ছেলেকে নিয়োগ করিয়েছেন মামা, বোম ফাটালেন উদয়নের ভাগ্নী

কলেজে পার্টির ছেলেকে নিয়োগ করিয়েছেন মামা, বোম ফাটালেন উদয়নের ভাগ্নীরাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে নানান অভিযোগে কার্যত কোণঠাসা শাসকদল। তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) মন্তব্য নিয়ে দিন কয়েক …

 



কলেজে পার্টির ছেলেকে নিয়োগ করিয়েছেন মামা, বোম ফাটালেন উদয়নের ভাগ্নী

রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে নানান অভিযোগে কার্যত কোণঠাসা শাসকদল। তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) মন্তব্য নিয়ে দিন কয়েক ধরেই উত্তাল বঙ্গ রাজনীতি। নিয়োগ ইস্যুতে বাম আমলের দুর্নীতি নিয়ে নিজের বাবা তথা তত্‍কালীন কৃষিমন্ত্রী কমল গুহকে কাঠগড়ায় তুলেছিলেন উদয়ন।

এবার এই দুর্নীতির অভিযোগে নিজের ভাগ্নির (niece) আক্রমণের মুখে পড়লেন তিনি। মামার বিরুদ্ধে অভিযোগ করে ভাগ্নি উজ্জয়িনী রায় জানিয়েছেন, 'কলেজে পার্টির (পড়ুন তৃণমূল) ছেলেকে নিয়োগ করিয়েছেন উদয়ন গুহ।'

উদয়ন গুহর ভাগ্নির অভিযোগ, চাকরি কেলেঙ্কারি নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে রাজ্যজুড়ে। তার মধ্যেও, শনিবার দিনহাটা কলেজে (college) অ্যাকাউন্ট ইনচার্জ পদে পার্টির ছেলেকে নিয়োগ (Employing) করা হয়েছে। এমনকী পরে আবার বৈঠক হয়েছে, আরও তিনজনকে ঢোকানোর জন্য।

দুর্নীতি ইস্যুতে উদয়নের ঘরেই অসন্তোষের আঁচ পাওয়া যাচ্ছে। শুধু বিজেপি নেত্রী ভাগ্নি নন, উদয়নের বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁর ছেলে সায়ন্তন গুহও। জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে দাদুকে কাঠগড়ায় তোলাকে সমর্থন করেন না। বরং দাদুর জন্য তিনি গর্বিত ।

বাম নেতা কমল গুহ প্রসঙ্গে উদয়নের ভাগ্নি উজ্জয়িনী রায়ের দৃঢ় বিশ্বাস, বাম আমলে তিনি অনেককে সাহায্য করেছেন ঠিক তবে দুর্নীতি করেছেন, টাকা নিয়ে চাকরি দিয়েছেন, এমন কখনও হয়নি। পাশাপাশি তিনি জানান, 'মুখের কথায় কিছু হয় না। প্রমাণ দেখান।'

প্রসঙ্গত, শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বহু দিনের। শাসকদলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী গ্রেফতারের পর থেকেই রাজ্যে কোণঠাসা হয়েছে শাসক দল। এখন বাম আমলের নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি বৈধ কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তৃণমূলের তরফ থেকে মিলি চক্রবর্তীর জয়েনিং লেটার সামনে আনা হয়েছিল। তবে বামেরা জোড় গলায় বলছেন, তদন্ত হোক। এমন সময় উদয়ন গুহ, বাম নেতা কমল গুহকে কাঠগড়ায় তুললে ববি হাকিমও তাঁকে কটাক্ষ করেন। বিরোধী শিবির থেকে উঠেছে নিন্দার ঝড়। তবে শুধু বিরোধীরাই নন, এবার উদয়নের পরিবারের সদস্যরাও তাঁর বিরোধিতা শুরু করলেন।

No comments