মহিষাদলের স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন
মহিষাদল ব্লকের গড় কমলপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মধ্যহিংলী গ্রামে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিতএকটি সু-স্বাস্থ্য কেন্দ্রের দ্বারোদঘাটন করলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। এদিনের অনুষ…
মহিষাদলের স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন
মহিষাদল ব্লকের গড় কমলপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মধ্যহিংলী গ্রামে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিতএকটি সু-স্বাস্থ্য কেন্দ্রের দ্বারোদঘাটন করলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিডিও যোগেশচন্দ্র মন্ডল, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুণ কান্তি মন্ডল , শিক্ষা কর্মাধ্যক্ষ মানস কুমার পন্ডা ,বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শেখ রহমান (হাবু), গড় কমলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার জানা ,উপপ্রধান জোহরা বিবি ও ভূমিদাতা মানস মেট্যা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। সু-স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার মহিলাদের উপস্থিতি সাধারণ মানুষের নজর কেড়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রে ১জন সি. এইচ .ও, ২জন এ.এন.এম. ৬ জন এ.এস.এন.এ সব মিলে মোট ৬ জন মহিলা স্বাস্থ্যকর্মী এই কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য প্রতিদিন উপস্থিত থাকবেন বলে জানান বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল বলেন ,জেলা পরিষদের আই. আর.ডি.এফ প্রকল্পের অধীনে ৩০ লক্ষাধিক আর্থিক খরচে এই নবনির্মিত সু-স্বাস্থ্য কেন্দ্রটি এলাকার জনসাধারণকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য নির্মিত হয়েছে। ভূমিদাতা মানস মেট্যা বলেন ,এই সু-স্বাস্থ্য কেন্দ্রটি নির্মিত করার জন্য এবং এলাকার জনসাধারণ বিশেষ করে মায়েরা যাতে স্বাস্থ্যপরিসেবা প্রতিনিয়ত সুষ্ঠুভাবে পায় তার জন্য আমার ঠাকুরমা সিন্ধুবালা দাস -এর নামাঙ্কিত ৮ ডেসিমল জায়গা সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য দপ্তরকে দান করেছেন।
No comments