ক্ষতিপূরণের দাবিতে মৎস্যজীবীদের বিক্ষোভহলদিয়া বন্দর: কারখানার বিষাক্ত বর্জ্য ঝিলে মিশে সমস্ত মাছ মারা গিয়েছিল।ক্ষতিপূরণের জন্য একাধিকবার কারাখানা কর্তপক্ষ কে জানায় চাষিরা।কিন্তু মাসের পর মাস কেটে গেলেও কোন ক্ষতিপূরণ পাওয়া যায…
ক্ষতিপূরণের দাবিতে মৎস্যজীবীদের বিক্ষোভ
হলদিয়া বন্দর: কারখানার বিষাক্ত বর্জ্য ঝিলে মিশে সমস্ত মাছ মারা গিয়েছিল।ক্ষতিপূরণের জন্য একাধিকবার কারাখানা কর্তপক্ষ কে জানায় চাষিরা।কিন্তু মাসের পর মাস কেটে গেলেও কোন ক্ষতিপূরণ পাওয়া যায়নি।মঙ্গলবার হলদিয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ড শ্রীকৃষ্ণপুরে রামকি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের গেটে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ও মৎস্যচাষিরা।তাঁদের দাবি,বিগত কয়েক বছর ধরে বলেও পরিস্থিতির পরিবর্তন ঘটেনি।প্রত্যেক বছর বর্ষার সময় এই সমস্যার সৃষ্টি হয়।এবছর যাতে আর এই সমস্যা না হয় তাঁর জন্য প্রশাসন কে জানিয়েছিলাম। কিন্তু কোন কাজের কাজ হয়নি।
No comments