পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করল বামেরাহলদিয়া বন্দরঃ দুয়ারে পঞ্চায়েত ভোট।রবিবার হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছে সিপিআইএম কর্মী সমর্থকরা।ছুটির দিনে সকাল থেকেই বাড়ি বাড়ি জনসংযোগে জ…
পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করল বামেরা
হলদিয়া বন্দরঃ দুয়ারে পঞ্চায়েত ভোট।রবিবার হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছে সিপিআইএম কর্মী সমর্থকরা।ছুটির দিনে সকাল থেকেই বাড়ি বাড়ি জনসংযোগে জোর দিয়েছে বাম কর্মীরা।দেভোগ গ্রাম পঞ্চায়েতের ২৫৬নম্বর বুথের সম্ভাব্যপ্রার্থী হারাধন দোলাই-এর সমর্থনে প্রচার শুরু করলো বামেরা।গত পঞ্চায়েত ভোটে হুমকি দিয়ে সন্ত্রাস করে বিরোধীদের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করছিল শাসকদল তৃনমূল।এমনকি বিভিন্ন বুথে বুথে সাধারণ মানুষের গণতন্ত্র লুট করছিল।
এবছর পঞ্চায়েত ভোটের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি।তার আগে থেকেই ভোট প্রচারে নামে পড়েছে বিরোধী দল সিপিআইএম।বাম কর্মীরা জানান মানুষ আবার বামপন্থীদের ফিরিয়ে আনতে চাইছে। কিছুদিন আগেই সাগরদিঘি উপনির্বাচনে বাম-কংগ্ৰেস জোটের প্রার্থী জয়লাভ করে।গতকাল হলদিয়া বন্দর পরিচালন কমিটির নির্বাচনে সিটু সমর্থিত জোট প্রার্থীরা জয়লাভ করে। রাজনৈতিক মহলের ধারণা এবার পঞ্চায়েত ভোটে তৃনমূল বিজেপি কে পরাস্ত করতে বাম-কংগ্ৰেস জোট মরিয়া চেষ্টা করবে।
No comments