Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডিএ নিয়ে অশান্তি নয়, থ্যালাসেমিয়া রুগিদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শিক্ষকরা

ডিএ নিয়ে অশান্তি নয়, থ্যালাসেমিয়া রুগিদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শিক্ষকরা

 রাজ্যে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী,  সরকারী কর্মচারিদের ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্যজুড়ে যখন আন্দোলন চলছে তখন শিক্ষকরা ডিএ অশান্তি সৃষ্টি না করে থ্যালাসেমিয়া রুগিদে…

 




ডিএ নিয়ে অশান্তি নয়, থ্যালাসেমিয়া রুগিদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শিক্ষকরা



 রাজ্যে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী,  সরকারী কর্মচারিদের ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্যজুড়ে যখন আন্দোলন চলছে তখন শিক্ষকরা ডিএ অশান্তি সৃষ্টি না করে থ্যালাসেমিয়া রুগিদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শিক্ষকরা। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রথমিক শিক্ষক সমিতি মহিষাদল পূর্ব চক্রে সেই ছবি ধরা পড়লো। থ্যালাসেমিয়া রুগিদের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী,   পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি হাবিবুর রহমান,  মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক সমুন সাঁতরা সহ অন্যান্যরা।এদিন ১০০ জন শিক্ষক রক্তদান করেন। তাদের হাতে একটি করে চারাগাছ ও স্মারক উপহার হিসাবে তুলে দেওয়া হয়।

আন্দোলন নয়। সরকারের পাশে থেকে বকেয়া আদায়ের কথা জানান শিক্ষক থেকে পদাধিকারিকরা।

গ্রীষ্মের দাবদাহে রক্তের চাহিদা বেড়ে যায়। সেই চাহিদা পুরনের লক্ষ্য নিয়ে শিক্ষকদের এগিয়ে আসাকে সাধুদাব জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।।

No comments