তমলুক স্টেশন সংলগ্ন পদ্ম খাদ থেকে মৃতদেহ উদ্ধার করল তমলুক থানার পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার 19 নম্বর ওয়ার্ডের কাবাসবেড়িয়া এলাকায় সুব্রত মান্না বছর আটত্রিশের এক যুবক গত ১৪ তারিখ মঙ্গলবার সকালে চা খেতে গিয়ে নিখোঁজ হয…
তমলুক স্টেশন সংলগ্ন পদ্ম খাদ থেকে মৃতদেহ উদ্ধার করল তমলুক থানার পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার 19 নম্বর ওয়ার্ডের কাবাসবেড়িয়া এলাকায় সুব্রত মান্না বছর আটত্রিশের এক যুবক গত ১৪ তারিখ মঙ্গলবার সকালে চা খেতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর বুধবার তমলুক থানায় লিখিত অভিযোগ জানানো হয়। শুক্রবার সকালে তমলুক স্টেশন সংলগ্ন কাবাসবেড়িয়া এলাকায় একটি পদ্মা খাদে একটি দেহ দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা তমলুক থানার খবর দিলে তমলুক থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং পরিবারের লোকেরা দেহ সনাক্ত করে। কি কারনে এই মৃত্যু ঘটনা তদন্ত করছে তমলুক থানার পুলিশ।
No comments