Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে নারী দিবস পালন

হলদিয়া বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে নারী দিবস পালন
হলদিয়া ডক কমপ্লেক্স তাদের মহিলা কর্মচারী এবং কর্মীদের স্ত্রী- কন্যাদের নিয়ে আন্তর্জাতিক মহিলা দিবস ২০২৩ উদযাপন করল ৯ ই মার্চ বৃহস্পতিবার, সকাল ১০-৩০ থেকে, হলদিয়া টাউনশিপের বি বি …

 


হলদিয়া বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে নারী দিবস পালন


হলদিয়া ডক কমপ্লেক্স তাদের মহিলা কর্মচারী এবং কর্মীদের স্ত্রী- কন্যাদের নিয়ে আন্তর্জাতিক মহিলা দিবস ২০২৩ উদযাপন করল ৯ ই মার্চ বৃহস্পতিবার, সকাল ১০-৩০ থেকে, হলদিয়া টাউনশিপের বি বি ঘোষ অডিটোরিয়াম এ। ৮ই  মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস হলেও, হোলির জন্য তা একদিন এগিয়ে এনে তা উদযাপিত হয়।

এই অনুষ্ঠান উদ্বোধন করেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান এ কে মেহেরা। তিনি মহিলাদের অবদান ও তাদের আবশ্যকতা নিয়ে জোর দেন। পরিবার বা সমাজে মহিলারা যে ভূমিকা পালন করেন তার জন্য সবাই কৃতজ্ঞ। বিশেষ বক্তৃতা দেন শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের চিফ ভিজলেনস অফিসার ডক্টর প্রীতি মাহাতো। তার মোটিভেশনাল ভিডিও এবং বক্তৃতা মহিলাদের উদ্বুদ্ধ করে।

বিভিন্ন খেলার মাধ্যমে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সৃষ্টি সাহা। তিনি প্রথমে একটা অভিনব উপায়ে 10টি গ্রুপে ভাগ করেন। তারপর বেলুন টাওয়ার বানানোর টাস্ক দেন। ওতে একটা টিম ওয়ার্ক এবং ইনভলবমেন্ট লক্ষ করা যায়।এছাড়াও তার আকর্ষনীয় বক্তৃতা সবাইকে মোহিত করে।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জেনারেল ম্যানেজার পি কে দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা, অডিয়েন্স কু্ইজ এবং কমিউনিকেশন গেম করেন কান্তা ঝা।

No comments