Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গানে গানে রবীন্দ্রনাথ-মনোজিৎ দাস

গানে গানে রবীন্দ্রনাথ-মনোজিৎ দাস
" এই উদাসী হাওয়ার পথে পথেমুকুল গুলি ঝরে,আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহো লহো করুন করে  .....         গুরুদেব কোন্ খানে নেই ? সব ঋতুতে,সব পর্যায়ে তাঁর গান মুখরিত করে,মনে দোলা দেয় …

 




গানে গানে রবীন্দ্রনাথ-মনোজিৎ দাস


" এই উদাসী হাওয়ার পথে পথে

মুকুল গুলি ঝরে,

আমি কুড়িয়ে নিয়েছি 

তোমার চরণে দিয়েছি 

লহো লহো করুন করে  .....

         গুরুদেব কোন্ খানে নেই ? সব ঋতুতে,সব পর্যায়ে তাঁর গান মুখরিত করে,মনে দোলা দেয় ফাগুনে ফাগুনে, বসন্তে বসন্তে ।এই গানে কবি যেন পুরোটাই রঙিন।

এ যেন  ' মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে '।

 বিশিষ্ট লেখক ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় বলেছেন," সংগীতে রবীন্দ্রনাথের দান আমাদের আনন্দের একটি শ্রেষ্ঠ উপাদান,তাঁর সর্বতো মুখী প্রতিভার চরম বিকাশ " .

আবার প্রবোধচন্দ্র সেন বলেছেন," রবীন্দ্র - সঙ্গীতের প্রধান বৈশিষ্ঠ হল ভাব, ভাষা ও সুরের পারস্পরিক সঙ্গতি।গানের তিন অঙ্গের মধ্যে এই যে সামঞ্জস্য, রবীন্দ্র - সঙ্গীতের সমস্ত মাধুর্য ও সুষমার মূল কারণটুকু নিহিত রয়েছে তারই মধ্যে " ।

তাই রবিঠাকুরের গানের ভূবনে যে মাধুর্য রয়েছে তা বোধহয় অন্য কোনো গানে নাই।

প্রেম পর্যায়ের এই গানটির দ্বিতীয় স্তবকে কবি গাইলেন - 

 " যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে ....

যেন আমায় স্বরণ করে "

ফুল একদিন ঝরে যাবে আবার নতুন করে ফুটে উঠবে আর সেই ফুলের মালা গাঁথার সময় ' মধুর বেদন ভরে ' যেন আমাকে স্মরণ করে।

তোমার হাতের পরশ না পেলে,আমার অনিত্যসর্ব , নিত্যসর্বে  পরিবর্তন হবে না।বন্ধন থেকে মুক্তি চাইছি কিন্তু তোমার স্পর্শে আমার জীবন ধন্য হয়ে উঠুক। এটাই কবির আত্মনিবেদন।

The body burns with Thy rapture ' s sacred fire,

Pure,passionate,holy,vergin of desire - sri Aurobindo.

ফুলের মতো মানুষের জীবন।

যে জীবন ফুটবে,সে ফুলের মতন ফুটে ওঠে,আবার ঝরে যাবার সময় এলে ফুলের মতন ঝরে যাবে।

 ' দোলের পূর্ণিমাতে '  - তার আভাস পড়বে ।মন যেন কার অনুরাগে মাতাল হয়ে উঠেছে,এই উদাসী হওয়ায়।

 ' তোমার মালার মাঝে ' এ ফুলের ঠাঁই না হয় হোক,তবু তোমার স্পর্শে চিরধন্য হবে।

উদাসী হাওয়ায়,' দুজনের কানাকানি কথা, দুজনের মিলন বিহুলতা '. ।

প্রেমের ঋতু বসন্ত ভরে দিয়ে যাক আমাদের মন ও প্রাণ।

যুগে যুগে প্রেমময় জীবন সার্থক হোক কবির গানে গানে।।

No comments