বাসন্তী পুজোয় মেতে উঠেছে উৎপল জানা ও শ্রীমতি ছন্দা জানার পরিবারের সদস্য জানা বাড়ির২৫ তম বাসন্তী পূজা
হলদিয়া বন্দর : ''বসন্তে বাসন্তী পূজা, মর্তে এলেন দশভূজা/কার্তিকেয়-গণপতি, আর লক্ষ্মী-সরস্বতী, সাথে এলেন অসুররাজা/ চৈত্র…
বাসন্তী পুজোয় মেতে উঠেছে উৎপল জানা ও শ্রীমতি ছন্দা জানার পরিবারের সদস্য জানা বাড়ির২৫ তম বাসন্তী পূজা
হলদিয়া বন্দর : ''বসন্তে বাসন্তী পূজা, মর্তে এলেন দশভূজা/কার্তিকেয়-গণপতি, আর লক্ষ্মী-সরস্বতী, সাথে এলেন অসুররাজা/ চৈত্রের শুক্লা নবমীতে, পূজিব মোরা বাসন্তীকে/ শঙ্খ ঘণ্টা, ধূপ-ধূনা, প্রদীপে, সবে আহ্বান করি মা'কে''।
বাসন্তী পুজোর আয়োজন করে এলাকার মানুষের নজর কেড়েছে ।
নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমী উৎপল জানার বাড়িতে ২৫ তম বাসন্তী পূজা। কোভিড মুক্ত দেশ ,কোভিড কে জয় করে মায়ের কাছে সকলেই একান্ত কামনা করার জন্যই এই বাসন্তী পূজা। আমন্ত্রিত জানালেন নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমী কর্ণধার শ্রীমতি ছন্দা জানা। মায়ের পূজার্চনার সাথে সাথেই নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমী ছাত্রীদের নৃত্যানুষ্ঠান গান প্রতিদিনই সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।


No comments