Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুধুই একা লাগে

শুধুই একা লাগে একজন আগলে রাখার মানুষের বড় অভাব,কেন জানিনা মনটা খারাপ হয়,মনটা হু হু করে,চোখের জল আসে।তখন গলাটা ভারী হয়ে যায়,তারপর ভীষণ একা লাগে!কাউকে আপন মনে হয় নাসামান্য কিছুতেই বড় আঘাত লাগে।তখন আঘাতের কারণ খুঁজতে চেষ্টা কর…

 


শুধুই একা লাগে 

একজন আগলে রাখার মানুষের বড় অভাব,

কেন জানিনা মনটা খারাপ হয়,মনটা হু হু করে,চোখের জল আসে।তখন গলাটা ভারী হয়ে যায়,

তারপর ভীষণ একা লাগে!কাউকে আপন মনে হয় না

সামান্য কিছুতেই বড় আঘাত লাগে।

তখন আঘাতের কারণ খুঁজতে চেষ্টা করি,কিছুতেই খুঁজে পাইনা।

কিন্তু আঘাত দেওয়ার মানুষটাকে আমরা চিনি

এই আঘাত দেওয়া মানুষটা আমাদের কাছের মানুষ।

আবেগপ্রবল মানুষের দুঃখ বেশি

যারা বেশি ভালবাসতে পারে।

তাদের জীবনে ভালবাসার অভাব থাকে।।


কিন্তু মানুষের কাছে আমাদের প্রত্যাশা থাকে

যাদের কাছে প্রত্যাশা করি

আমরা তাদেরকেই ভালোবাসি বেশি

ভালোবাসা থাকেই বলেই তো প্রত্যাশা থাকে।


আমিও প্রত্যাশা করি

প্রত্যাশা নাকি দুঃখের কারণ

যার প্রত্যাশা যত কম

সে তত বেশি সুখী

কথাটা ঠিক।


তবে আমি মনে করি প্রত্যাশাহীর মানুষগুলো আবেগ কম।

যার আবেগ নেই

তার কাছে অনুভূতির মূল্য নেই।

অনুভব সত্যি কম থাকলে তার আবেগ আসে না।


আবেগহীন মানুষের যেমন কষ্ট পাওয়ার অনুভূতি নেই

তেমনি কাউকে কষ্ট দেয়ার অনুভব কারোর নেই।

সে কতটা কষ্ট পেল

তাতে তার কিছু যায় আসে না

তবে একটা কথা সত্যি

যে মানুষটার সহজে ভালবেসে ফেলে

সেই মানুষটা সহজে দুঃখ পেয়ে থাকে।


দুঃখ পাওয়া মানুষগুলো

ভেতরে ভেতরে বড় একা

যারা মনের দিক থেকে একা

তারা তাদের দুঃখগুলোকে

প্রকাশ করতে পারেনা।


ঠিক পারেনা নয়

প্রকাশ করার মত মানুষগুলো পায় না

সবথেকে কঠিন সত্য হলো

আমরা বেশিরভাগ মানুষগুলো নাকি

খুব ভালোবাসি

সেই মানুষগুলো খুব সহানুভূতি কম হয়।


আবেগপ্রবণ মানুষগুলোকে ছোট করে

কারণ তারা নিজেরাই কাউকে

ভালবাসতে পারে না বলেই

অনুভূতি মানুষগুলোকে বেছে নেয়।


তাদের জীবনে ভালোবাসার অভাব না হয়

তাদের জীবনে দুঃখ নেই কষ্ট নেই

হারানো বেদনা নেই।


স্বার্থপরের মত তারাই ভালো থাকতে পারে

দিনের শেষে সেই মানুষটার এই ভালো থাকা হয় না।

যে অন্যকে ভালো রাখতে পারে

সে অন্যকে ভালবাসতে পারে

সে পারে অন্যকে আগলে রাখতে

কিন্তু তাকে আগলে রাখার মত মানুষের নেই আমাদের বেশিরভাগ মানুষের একজন আগলে রাখার মানুষের বড় অভাব।

No comments