Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চোখের যত্নে নিন মানুষ কে সচেতনত করতে শিবির

চোখের যত্নে নিন মানুষ কে সচেতনত করতে শিবিরহলদিয়া বন্দর : উচ্চ রক্তচাপ এবং ডায়বেটিস আক্রান্ত রোগীদের চোখের সমস্যা বেশি হয়।উচ্চ রক্তচাপের ফলে রক্তসঞ্চালন বিঘ্নিত হয়ে রেটিনার ও নার্ভে বিদ্যমান স্নায়ুকোষগুলো ক্রমান্বয়ে ধ্বংস হত…

 




চোখের যত্নে নিন মানুষ কে সচেতনত করতে শিবির

হলদিয়া বন্দর : উচ্চ রক্তচাপ এবং ডায়বেটিস আক্রান্ত রোগীদের চোখের সমস্যা বেশি হয়।উচ্চ রক্তচাপের ফলে রক্তসঞ্চালন বিঘ্নিত হয়ে রেটিনার ও নার্ভে বিদ্যমান স্নায়ুকোষগুলো ক্রমান্বয়ে ধ্বংস হতে থাকে।এতে চোখের দৃষ্টির সমস্যা দেখা দেয়।অনেক সময় চোখের ভেতর রক্তক্ষরণও ঘটে।অন্যদিকে ডায়াবেটিসের জন্য চোখে যে সমস্যাগুলো হয়,এর মধ্যে অন্যতম ডায়াবেটিক রেটিনোপ্যাথি।ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগে চোখের রেটিনার রক্তনালিগুলো দুর্বল হয়ে পড়ে। ফলে রক্তনালি থেকে জল,চর্বি ও রক্ত রেটিনার বিভিন্ন স্তরে জমা হতে থাকে।

মঙ্গলবার হলদিয়ার কিসমত শিবরামনগর ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।হলদিয়ার চৈতন্যপুর রামকৃষ্ণ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনের চক্ষু চিকিৎসকরা উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস উভয় রোগ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেবিষয়ে অভিভাবকদের সচেতন করেন।প্রোজেক্টরের মাধ্যমে ছবি দেখিয়ে ডায়বেটিস রোগের লক্ষণ গুলো জানানো হয়।এবং রোগ দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।সেই সঙ্গে খাদ্যাভাসের পরিবর্তনের কথাও জানানো হয়।এদিন প্রায় শতাধিক অভিভাবক শিবিরে অংশ নিয়েছিল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভন দাস বলেন, 'অভিভাবকদের আগে সচেতন হতে হবে।তবেই তারা ছেলে-মেয়েদের সঠিক ভাবে সচেতন করতে পারবে।' তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

No comments