Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! জোটের কাছে ধাক্কা খেলো তৃণমূল!হলদিয়া বন্দরের ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে জয়ী ডান বাম জোট সিআইটিইউ

হলদিয়া বন্দরের ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে জয়ী ডান বাম জোট সিআইটিইউউল্লোশিত হওয়ার দরকার নেই সাগরদিঘী মডেলে জয়লাভ, ওদের থেকে বেশি ভোট পেয়েছি জানান প্রদীপ বিজলীভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/M4XxhMecZsEহলদ…

 




হলদিয়া বন্দরের ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে জয়ী ডান বাম জোট সিআইটিইউ

উল্লোশিত হওয়ার দরকার নেই সাগরদিঘী মডেলে জয়লাভ, ওদের থেকে বেশি ভোট পেয়েছি জানান প্রদীপ বিজলী

ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/M4XxhMecZsE

হলদিয়া বন্দর: হলদিয়া বন্দর পরিচালন কমিটি ফের সিআইটিইউ-র দখলে,খাতাই খুলতে পারলো না তৃনমূল বিজেপি।শুক্রবার টানটান উত্তেজনার মধ্যে হলদিয়া বন্দরের ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচন হয়েছিল।রাজ্য পুলিস ও সিআইএসএফের ঘেরাটোপে ভোট দেন বন্দরের স্থায়ী শ্রমিক,কর্মচারী ও আধিকারিকরা।বন্দরের নির্বাচনে এবার তৃণমূল,বাম ও কংগ্রেস জোট এবং বিজেপির ত্রিমুখী লড়াই। মোট ভোটার সংখ্যা ৭৩৭জন হলেও এদিন ভোট দেন ৬৯৪জন। এবার মূলত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তৃণমূল ও বাম-কংগ্রেস জোটের। অন্যদিকে, ভারতীয় মজদুর সঙ্ঘ বা বিএমএস অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে বন্দরের নির্বাচনে। বিজেপির কোনও শ্রমিক সংগঠন না থাকায় আরএসএসের এই শ্রমিক সংগঠনই বন্দর সহ শিল্পাঞ্চলে বিজেপির মুখরক্ষা করছে। তিনটি প্যানেলে মোট প্রার্থী সংখ্যা ৫৮জন। প্রতিটি প্যানেলে ১৮জন পরিচালন কমিটির সদস্য ও সহ সভাপতি মিলিয়ে মোট ১৯করে প্রার্থী রয়েছেন। এছাড়া একজন নির্দল প্রার্থী ভোটে একা লড়াই করছেন। শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণা হয়।প্রথম থেকেই এগিয়ে ছিল সিআইটিইউ সমর্থিত প্রার্থীরা।শেষে বিরোধীদের হারিয়ে ১৯ জন সিআইটিইউ প্রার্থী জয়লাভ করে।

চলতি বছরেই হলদিয়া পুরসভা নির্বাচন। পুর নির্বাচনের আগে এই ফলাফল গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রতি দু'বছর অন্তর এই নির্বাচন হয়। গতবার পরিচালন কমিটির সব আসনে তৃণমূল জয়ী হলেও সহ সভাপতি পদে জয়ী হয়েছিল বামেরা। জোটের জয় লাভ সদস্য ৭ CP&SMU ৭ KHPEU ৩-CPSU ১-HP&DEA 

No comments