২১ তম হলদিয়া আদালতে জন্মদিন পালন
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া মহকুমার আদালতে ১ লা মার্চ২০০৩ সালের উদ্বোধন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অশোক কুমার মাথুর। সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য হলদিয়া মহকুমা আদালতে …
২১ তম হলদিয়া আদালতে জন্মদিন পালন
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া মহকুমার আদালতে ১ লা মার্চ২০০৩ সালের উদ্বোধন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অশোক কুমার মাথুর। সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য হলদিয়া মহকুমা আদালতে বার এসোসিয়েশন এবং হলদিয়া আদালতের বিচারকদের নিয়ে আজকের দিনটি পালিত হয় উপস্থিত ছিলেন।
হলদিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অঞ্জন কুমার সরকার, জেলার দায়িত্ব প্রাপ্ত হলদিয়া প্রধান বিচারবিভাগীয় ও ম্যাজিস্ট্রেট জর্জ গিরিজানন্দ জানা প্রমুখ। ছিলেন বার এসোসিয়েশন এর সম্পাদক বিশিষ্ট আইনজীবী বিমল মাঝী, সঞ্চালনা করেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন কুমার অধিকারী বলেন, আমরা প্রতি বছরের মতোই এবৎসর হলদিয়া মহকুমার আদালতের জন্মদিন পালন করলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
No comments