Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেপাল অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে মন্ত্রী অখিল গিরি

দেপাল অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে মন্ত্রী অখিল গিরিপূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু'নম্বর ব্লকের অন্তর্গত দেপাল অঞ্চলে অনুষ্ঠিত হলো দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। এই বিশেষ কর্মসূচির সূচনা করেন এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত…

 




দেপাল অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে মন্ত্রী অখিল গিরি

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু'নম্বর ব্লকের অন্তর্গত দেপাল অঞ্চলে অনুষ্ঠিত হলো দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। এই বিশেষ কর্মসূচির সূচনা করেন এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন

দেপাল অঞ্চলের প্রধান অনুপ কুমার মাইতি,জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি,অনুপ গিরি,শিক্ষা কর্মাধক্ষ সৌমেন গিরি, রামনগর ১ ব্লকের সভাপতি সম্পা দাস মহাপাত্র তথা ব্লকের বিভিন্ন নেতৃত্ব।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবীনতম সংযোজন হলো 'দিদির দূত' প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা কর্মী মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনছে।যদি কেউ পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প থেকে বঞ্চিত হয়ে থাকে তার সুরাহা মিলছে দিদির দূতেদের হাত ধরে। মন্ত্রী অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন

এদিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের দেপাল অঞ্চলে পালিত হল দিদির সুরক্ষা কবচ। অঞ্চল প্রধান অরূপ কুমার মাইতি ও শিক্ষা কর্মাধ্যক্ষ সৌমেন গিরি এই বিশেষ কর্মসূচি নিয়ে বার্তা দেন।

এই কর্মসূচির শুরুতে প্রথমে মন্দিরে পুজো ও দেপার হাই স্কুল পরিদর্শনের পর মন্ত্রী যান মসজিদে। দুপুরে কর্মীদের সাথে খাওয়া দাওয়া করার পর এলাকায় মানুষজনের অভাব অভিযোগের কথা শোনেন। দিদির সুরক্ষা কবজের নিয়ম মত কর্মী সমর্থকদের সাথে আলাপ-আলোচনার সাথে সাথে কর্মীদের বাড়িতে রাত্রি যাপন করেন মন্ত্রী অখিল গিরি। দিদির দূত হয়ে তৃণমূল কর্মী সমর্থকরা এলাকায় প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষদের অভাব অভিযোগের কথা শুনেন। পঞ্চায়েত সমিতির সদস্যা রিজিয়া বিবি ও রামনগর এক নম্বর ব্লকের সভাপতি সম্পা দাস মহাপাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিদির সুরক্ষা কবজ নিয়ে বিশেষ বার্তা দেন।

পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের এই বিশেষ কর্মসূচির অনেকটাই ইতিবাচক হবে বলে মনে করছে দলের কর্মী সমর্থকরা। ভোটের আগেই এই কর্মসূচির মাধ্যমে উঠে আসা অভাব অভিযোগগুলি পূরণ করার আপ্রাণ চেষ্টা করছে শাসক দল।

No comments