অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ সনাক্ত করল পরিবারের লোকেরা ১ লা ফেব্রুয়ারি নিখোঁজ অভিযোগ দায়ের করেন তমলুক থানায়।
গ্রাম উদয়চক পোস্ট তমলুক এলাকায় নাম সঞ্জয় বারিক বয়স ৩৬ পিতা সূয্যকান্ত বারিক তমলুক। ৩১ শে জানুয়ারি থেকে নিখোঁজ হ…
অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ সনাক্ত করল পরিবারের লোকেরা ১ লা ফেব্রুয়ারি নিখোঁজ অভিযোগ দায়ের করেন তমলুক থানায়।
গ্রাম উদয়চক পোস্ট তমলুক এলাকায় নাম সঞ্জয় বারিক বয়স ৩৬ পিতা সূয্যকান্ত বারিক তমলুক। ৩১ শে জানুয়ারি থেকে নিখোঁজ হয়েছিল সঞ্জয়। ১লা ফেব্রুয়ারি ভবানীপুর থানার অন্তর্গত এলোকেশী সিনেমা হলের কাছ থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। তমলুক থানায় অভিযোগ দায়ের করেছিলেন পরিবারের লোকেরা। ভবানীপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাচক হাসপাতালে রাখা হয় ।সেখান থেকে খোঁজ খবর নিয়ে তমলুক থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। আজকে তার পরিবারের লোকেরা দুর্গাচক থানায় এসে সঞ্জয়ের দেহ সনাক্ত করে দেহ নিয়ে গেলেন।
No comments