Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বার্ষিকপাঠ্যপুস্তক,পাঠ্যসামগ্রী ওবৃত্তি প্রদান অনুষ্ঠান

বার্ষিকপাঠ্যপুস্তক,পাঠ্যসামগ্রী ওবৃত্তি প্রদান অনুষ্ঠান
         ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেদিনীপুর জেলা বিদ্যাসাগর স্মরণ সমিতি ও বিদ্যাসাগর গ্রন্থাগার অনুরাগী সমিতির সহযোগিতায় আজ মেচেদা বিদ্যাসাগর স্মৃত…

 




বার্ষিকপাঠ্যপুস্তক,পাঠ্যসামগ্রী ওবৃত্তি প্রদান অনুষ্ঠান


         ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেদিনীপুর জেলা বিদ্যাসাগর স্মরণ সমিতি ও বিদ্যাসাগর গ্রন্থাগার অনুরাগী সমিতির সহযোগিতায় আজ মেচেদা বিদ্যাসাগর স্মৃতিভবনে বাৎসরিক পাঠ্যপুস্তক ও পাঠ্যসামগ্রী প্রদান অনুষ্ঠান হয়। এলাকার বহু শিক্ষানুরাগী শুভানুধ্যায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন হীরেন্দ্রনাথ জানা, গণেন রায়, ডাঃ বিশ্বনাথ পড়িয়া, নৃপেন্দ্রনাথ রায়, প্রদীপ সিনহা, ডাঃ কালিশংকর পাত্র, হেয়াতুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান থেকে প্রায় ৮ শতাধিক ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক ও পাঠ্যসামগ্রী এবং ২৩ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। ছাত্রদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রামকো সিমেন্ট প্রাইভেট লিমিটেডের ফিনান্সিয়াল ম্যানেজার হর্ষ আগরওয়াল। ওই উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে নিবেদিত প্রাণ নেতাজী সুভাষচন্দ্রের ১২৭ তম জন্মবর্ষের প্রাক্কালে  সুভাষচন্দ্র বসুর আহ্বান শীর্ষক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন ইন্দ্রজিত মন্ডল, শুভেন্দু শেখর দাস, বিজন দোলুই। সংগীত ও আবৃত্তি পরিবেশন করে আল্পনা সামন্ত, বর্ষা মানিক, কুহেলী মুখার্জী, সৌমিলি মাজী। নেতাজীর উদ্ধৃতি পাঠ করেন শ্রাবস্তী ঘোড়াই। সংস্থার পক্ষে অনুরূপা দাস জানান, অবিভক্ত মেদিনীপুর জেলার আরো আটটি কেন্দ্র থেকে প্রতি বছরের মত এ বছরও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের প্রায় দুই সহস্রাধিক ছাত্রছাত্রীর মধ্যে পাঠ্যপুস্তক ও পাঠ্য সামগ্রী বিতরণ করা হবে।

No comments