Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে কুনালের সভা

হলদিয়াতে  কুনালের সভাআমাদের কিছু ভুল থাকলে একশোবার বলবেন, মাথা নিচু করে সেই ভুল সংশোধন করব। আগামীদিনে আপনাদের চাহিদামতো উন্নততর হলদিয়া, নতুন হলদিয়া তৃণমূল কংগ্রেস উপহার দেবে। শুক্রবার সন্ধেয় হলদিয়ার টাউনশিপে মাখনবাবুর বাজারে…

 


হলদিয়াতে  কুনালের সভা

আমাদের কিছু ভুল থাকলে একশোবার বলবেন, মাথা নিচু করে সেই ভুল সংশোধন করব। আগামীদিনে আপনাদের চাহিদামতো উন্নততর হলদিয়া, নতুন হলদিয়া তৃণমূল কংগ্রেস উপহার দেবে। শুক্রবার সন্ধেয় হলদিয়ার টাউনশিপে মাখনবাবুর বাজারে এক সভায় একথা বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, কলকাতাকে মুখ্যমন্ত্রী যতটা সুন্দর করে গড়ে তুলেছেন, বাংলার গর্ব হলদিয়াকে ঠিক ততটাই সুন্দর করে তুলতে চান। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হলদিয়া পুরভোটে ২৯টি ওয়ার্ডের সবগুলিতেই তৃণমূলের জয় নিশ্চিত করার লক্ষ্যে লড়াই করতে হবে। মুখ্যমন্ত্রী হলদিয়া থেকে নন্দীগ্রাম সেতুর কাজ শুরু করতে চলেছেন। শিক্ষায় নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা মানছি কিছু ভুল হয়েছে। কেউ কেউ ভুল


করেছেন, কেউ কেউ অন্যায় করেছেন। কিন্তু শিক্ষাক্ষেত্রে বিজেপির বলার কিছু নেই। কারণ শিক্ষাক্ষেত্রে তৃণমূল সরকার অনেক কাজ করেছে। বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৃণমূল সরকারের আমলে হয়েছে,

শিক্ষক নিয়োগ হয়েছে। কতিপয় ব্যক্তি যদি চুরি করেন তার দায় তৃণমূল নেবে না। তিনি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির সমালোচনা করে বলেন, রাজনীতিটা ধর্ম নয়, রাজনীতির লড়াই তো রোটি, কাপড়া আউর মকান নিয়ে। জয় শ্রীরাম উচ্চারণ করলে তো পেট্রল, ডিজেলের দাম কমবে না। এদিন সভার আগে বিকেলে হলদিয়া পুরসভা এলাকার তৃণমূলের প্রবীণ নেতা ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন কুণাল ঘোষ। বৈঠকে তিনি একসঙ্গে কাজ করার বার্তা দেন। বলেন, ভোটে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। এদিন সভায় কুণাল ছাড়া উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হলদিয়া টাউন ব্লকের সভাপতি স্বপন নস্কর, প্রাক্তন দুই পুর চেয়ারম্যান সুধাংশু মণ্ডল, দেবপ্রসাদ মণ্ডল, প্রবীণ নেতা কমলেশ চক্রবর্তী প্রমুখ। এদিন প্রবীণ বিজেপি নেতা ব্ৰজেন মাইতি ওই সভা মঞ্চে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও স্বপন নস্করের হাত ধরে তৃণমূলে যোগ দেন। সভার পর কুণাল মহিষাদলে এমএলএ কাপে যোগ দেন। 

 

No comments