Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাংবাদিকের চুরি হয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

সাংবাদিকের চুরি হয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশসাংবাদিকের মোবাইল চুরি! মোবাইল উদ্ধার হলেও মেলেনি মেমোরি কার্ড।  শখের  মোবাইল চুরির পর ঘুম ছুটেছিল । তাঁর কারণ ওই ফোনতে রাখা ছিল গুরুত্বপূর্ণ  ডকুমেন্টও। অ্যান্ড্রয়েড মোবাইল সে…

 



সাংবাদিকের চুরি হয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

সাংবাদিকের মোবাইল চুরি! মোবাইল উদ্ধার হলেও মেলেনি মেমোরি কার্ড।  শখের  মোবাইল চুরির পর ঘুম ছুটেছিল । তাঁর কারণ ওই ফোনতে রাখা ছিল গুরুত্বপূর্ণ  ডকুমেন্টও। অ্যান্ড্রয়েড মোবাইল সেট খুঁজে পেতে কার্যত কালঘাম ছোটে পুলিসের। দীর্ঘ দুই বছর ধরে অভিযান চালিয়ে শেষমেশ রাঁচি থেকে উদ্ধার হল সাংবাদিকের  ফোন।  উদ্ধার হওয়া  মোবাইল সেট সাংবাদিকের হাতে তুলে দিলেন  ভবানীপুর থানার পুলিশ। চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে দারুণ খুশি ।এদিন ভবানীপুর থানার পুলিস একসঙ্গে ১৮টি উদ্ধার হওয়া অ্যান্ড্রয়েড মোবাইল সেট তুলে দিল প্রাপকদের হাতে। এদের কেউ কলেজ ছাত্রী, কেউ গৃহিনী, ব্যবসায়ী, শিক্ষক বা সাধারণ মানুষ। কারও বাসে, কারও বাজারে গিয়ে মোবাইল ছিনতাই হয়েছে। কারও আবার বাড়ির জানালার পাশে রাখা মোবাইল হাপিশ করেছিল চোরেরা।


 গত দুই' মাস ধরে চুরি যাওয়া সেই মোবাইলগুলি একে একে উদ্ধার করে ভবানীপুর থানা। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন থানা এলাকা শুধু নয়, ওড়িশা থেকেও চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেছে পুলিস। ওড়িশা থেকে ক্যুরিয়রে সেই মোবাইল ফিরেছে হলদিয়ায়।


 পুলিসের একটি বিশেষ টিম ট্র্যাকিং করে এই মোবাইল উদ্ধার করেছে জেলা ও জেলার বাইরে।


সাংবাদিক বলেন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। মোবাইল ফোন পেয়ে খুশি । ধন্যবাদ জানালেন ভবানীপুর থানায় পুলিশ কে।  প্রাপকদের বক্তব্য, মোবাইল ফিরে পেয়েছি ঠিক কথা, কিন্তু ভবানীপুর থানা ও হলদিয়া শিল্পাঞ্চলে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে মোবাইল নিয়ে বেরনোই আতঙ্কের। অভিনব কায়দায় রোজ মোবাইল চুরি হচ্ছে। পুলিস মোবাইল উদ্ধার করলেও ছিনতাইকারীদের কোনও শাস্তি হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের।


ভবানীপুর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া ১৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রাপকদের হাতে ফিরিয়ে দিল ভবানীপুর থানার পুলিস।উপস্থিত ছিলেন ,ভবানীপুর থানার ওসি মাহিদুল ইসলাম সহ অন্যরা।


No comments