Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জন্মদিনে শিশু শিক্ষা কেন্দ্রকে গৃহ উপহার

জন্মদিনে শিশু শিক্ষা কেন্দ্রকে গৃহ উপহার



ভগবানপুর ২ ব্লকের অন্তর্গত  পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম পরিচালিত  খগেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। সুপারটন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই নতুন ভবনটি নির…

 


জন্মদিনে শিশু শিক্ষা কেন্দ্রকে গৃহ উপহার





ভগবানপুর ২ ব্লকের অন্তর্গত  পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম পরিচালিত  খগেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। সুপারটন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই নতুন ভবনটি নির্মিত হয়। ভবনটি উদ্বোধন করেন প্রাক্তন  ফাউন্ডেশনের চেয়ারম্যান ভি কে ভান্ডারীর  সুযোগ্য কন্যা নুপুর ভান্ডারী। উনার জন্মদিনের উপহার হিসাবে শিক্ষার প্রসারে নতুন গৃহের উপহার দিলেন, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানপুর দু'নম্বর ব্লকের বিডিও  জয়দেব মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল বর্মন , 

প্রধান শুকদেব বেরা, উপপ্রধান মিহির কুমার ভৌমিক প্রমূখ। দীর্ঘদিন ধরে এই স্কুলে প্রয়োজন মতো ঘর ছিল না। বিভিন্ন জায়গায় ক্লাস করতে হতো এই ঘর পেয়ে ছাত্র-ছাত্রী,শিক্ষক মন্ডলী,অভিভাবক  সকলে খুবই আনন্দিত। এই স্কুলে প্রায় ২৫০ জন শিশুরা পড়াশোনা করে, যা জেলার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ভাবে স্থান দখল করেছে। একটি ছোট্ট সংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এবং ৫০০ জন দুপুরে ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

No comments