Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পালপাড়া কলেজে রক্তদান শিবির ও আবৃত্তি কর্মশালা

পালপাড়া কলেজে রক্তদান শিবির ও আবৃত্তি কর্মশালা
 রক্তের সংকট মেটাতে এগিয়ে এল কলেজ পড়ুয়ারা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। কলেজের এন.এস.এস, আই.সি.সি ও এস.আই.পি …

 




পালপাড়া কলেজে রক্তদান শিবির ও আবৃত্তি কর্মশালা


 রক্তের সংকট মেটাতে এগিয়ে এল কলেজ পড়ুয়ারা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। কলেজের এন.এস.এস, আই.সি.সি ও এস.আই.পি ইউনিটের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড ব্যাংক। শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল চমকপ্রদ। এদিন ১৬ জন মেয়ে ও ১৪ জন ছেলে মিলে মোট ৩০ জন রক্তদান করেন। রক্তদাতাদের পুষ্প স্তবক ও শংসাপত্র দিয়ে অভিনন্দন জানানো হয় কলেজের পক্ষ থেকে। এছাড়াও এদিন কলেজের সেমিনার হলে ৭ দিনের আবৃত্তি কর্মশালা শুভ সূচনা হয়। বাংলা বিভাগের উদ্যোগে এই আবৃত্তি কর্মশালা আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যামে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড.মৃনালকান্তি দে। এই আলোচনা সভায় মোট ১০০ জন পড়ুয়াকে কাব্য প্রশিক্ষণ দেওয়া হবে। সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড.মৃনালকান্তি দাস ।

No comments