অলষ্টার ক্লাবের ৩০তম বার্ষিক মিলনোৎসব ও রক্ষাকালী পূজার শুভ উদ্বোধনহলদিয়ার দেভোগের চাউলখোলা গ্ৰামের অলষ্টার ক্লাবের ৩০তম বার্ষিক মিলনোৎসব ও রক্ষাকালী পূজার শুভ উদ্বোধন হল রবিবার। উদ্বোধন করেন হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম…
অলষ্টার ক্লাবের ৩০তম বার্ষিক মিলনোৎসব ও রক্ষাকালী পূজার শুভ উদ্বোধন
হলদিয়ার দেভোগের চাউলখোলা গ্ৰামের অলষ্টার ক্লাবের ৩০তম বার্ষিক মিলনোৎসব ও রক্ষাকালী পূজার শুভ উদ্বোধন হল রবিবার। উদ্বোধন করেন হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা,হলদিয়া পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল চন্দ্র মাজী,হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর গোপাল চন্দ্র দাস,শিক্ষক যশরাজ বহ্মচারী সহ অন্যরা।ক্লাবের সম্পাদক অনুপ পাঁজা বলেন চারদিন ব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ১৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চলবে আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত।
No comments