বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলেন ময়নার বিজেপির সভাপতি
এই মুহূর্তে বেকিং ফের ময়নার বিজেপির ভাঙন, বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলেন ময়নার বিজেপির দক্ষিণ মন্ডলের সভাপতি অলোক বরন বেরা।ময়না ব্লক বিজেপি উদ্যোগে ময়না থানা ঘেরাও এব…
বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলেন ময়নার বিজেপির সভাপতি
এই মুহূর্তে বেকিং ফের ময়নার বিজেপির ভাঙন, বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলেন ময়নার বিজেপির দক্ষিণ মন্ডলের সভাপতি অলোক বরন বেরা।
ময়না ব্লক বিজেপি উদ্যোগে ময়না থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি করে এই কর্মসূচিতে বিজেপির রাজ্য মহিলা নেত্রী প্রিয়াঙ্কা টেব্রিওয়াল এবং জেলা সভাপতি তপন ব্যানার্জি সহ একাধিক বিজেপি কর্মীসমর্থক উপস্থিত থাকলেও দেখা যায়নি ময়না বিজেপির দক্ষিণ মন্ডলের সভাপতি অলোক বরন বেরা কে। ঠিক একঘন্টা পার হতে না হতেই তৃনমূলে যোগদান করলেন অলোক বরন বেরা। ময়নার বিজেপির দক্ষিণ মন্ডলের সভাপতি এবং তমলুক সাংগঠনিক বিজেপির জেলা কমিটির সদস্য অলোক বরন বেরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। আজ সন্ধায় তমলুকে মানিকতলা তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে তৃনমূলের জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র এবং ময়নার প্রাক্তন বিধায়ক ডাঃ সংগ্রাম দোলই হাত ধরে তৃনমূলে যোগদান করেন বিজেপির দক্ষিণ মন্ডলের সভাপতি অলোক বরন বেরা।
No comments