হলদিয়া মজুরি বৃদ্ধির দাবিতে সারারাত ভোর শ্রমিক বিক্ষোভ
ভবানীপুর থানার অন্তর্গত দেভোগ ভোজ্য তেলের কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ। শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা নিয়ে দেখভাল করার জন্য নবান্নের দেওয়া এটি…
হলদিয়া মজুরি বৃদ্ধির দাবিতে সারারাত ভোর শ্রমিক বিক্ষোভ
ভবানীপুর থানার অন্তর্গত দেভোগ ভোজ্য তেলের কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ। শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা নিয়ে দেখভাল করার জন্য নবান্নের দেওয়া এটি কমিটি জেলা শাসক কে মাথায় রেখে তৈরি করা হয়েছিল। বিভিন্ন কারখানার সিওডি এবং শ্রমিক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সেই কমিটি দেখভাল করছে।
গত ২৭ এ ফেব্রুয়ারি রাত্রি বিকেল থেকে শ্রমিকদের অসন্তোষের জেরে হলদিয়া ইমামি কারখানার শ্রমিক বিক্ষোভের জেরে কারখানার কাজ বন্ধ রয়েছে বলে জানা যায় রাতভর দফায় দফায় প্রশাসন এবং কর্তৃপক্ষ শ্রমিকদের নিয়ে সভা হলেও কোন সমাধান সূত্র মিলেনি অবশেষে প্রশাসনের উদ্যোগেই ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ রাখা জন্য বলেছেন বলে জানিয়েছেন ইউনিয়নের অন্যতম সদস্য শেখ সামাদ আলী।
কটাক্ষ করলেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন শ্রমিকদের স্বার্থ সুরক্ষা না করে প্রশাসন এখন মালিকপক্ষের তোষাদারি করছে । তার ফলেই শ্রমিকদের বিক্ষোভ চলছে। যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন কোন শ্রম দিবস নষ্ট হয়নি তাহলে কেন ২৭ শে ফেব্রুয়ারি বিকাল থেকে ২৮ শে ফেব্রুয়ারি এখনো পর্যন্ত শ্রমিকরা কাজে যোগদান করতে পারলেন না। তাহলে কি শ্রমিকদের যথাযথ নেতৃত্ব দিতে পারছেন না শাসক দল। এই ধরনের কাজ যদি লাগাতার বন্ধ থাকে তাহলে তো কারখানা বন্ধ হয়ে যেতে পারে।
হলদিয়াতে ইতিমধ্যে গত ১১ বছরে একটা কারখানার উদ্বোধন হয়নি। নতুন করে কি আবার কোন অশনি সংকেত দেখা যাচ্ছে হলদিয়ায়। তিনি প্রশাসনের কাছে আবেদন করলেন অবিলম্বে শ্রমিকদের স্বার্থ সুরক্ষা রেখে কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে কাজ শুরু করুক শ্রমিকরা, শ্রমিক এবং কারখানার কর্তৃপক্ষ প্রশাসনের যৌথ উদ্যোগেই ফিরে আসুক শিল্প শহরের কারখানার শান্ত পরিবেশ।
No comments