Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গানে গানে রবীন্দ্রনাথ -মনোজিৎ দাস ( পর্ব - ১৫)

গানে গানে রবীন্দ্রনাথ -মনোজিৎ দাস ( পর্ব - ১৫)
"যদি জানতেম আমার কিসের ব্যাথা তোমায় জানাতাম।কে যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম ......দুঃখের শ্বাশ্বত কারণ জীবনের উপকরণের অভাবের মধ্যে ততখানি নয়,যতখানি জীবনের তাৎপর্যকে না …

 




গানে গানে রবীন্দ্রনাথ -মনোজিৎ দাস ( পর্ব - ১৫)


"যদি জানতেম আমার কিসের ব্যাথা তোমায় জানাতাম।

কে যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম ......

দুঃখের শ্বাশ্বত কারণ জীবনের উপকরণের অভাবের মধ্যে ততখানি নয়,যতখানি জীবনের তাৎপর্যকে না বোঝার মধ্যে থাকে।

আমার মনের মধ্যে যে দুঃখ,ব্যাথা আছে তাকে কি ভাবে ব্যাখ্যা করবো ? এই গানের মধ্যে  প্রেম ও ঈশ্বর কে পাওয়ার কি গভীর ব্যাকুলতা। কবির কাছে বাইরের কাম্যবস্তুর  মধ্যে ঘুরে বেড়ানোর আনন্দ নাই।

" The abiding cause of all misery is not so much in the lack of life's furniture as in the obscurity of life's significance ".( Religion of Man )

যাঁকে আমি খুঁজছি তাঁকে আমার খুব দরকার,আর কিছুতেই আমার দরকার নেই।

অল্পের মধ্যে আমাদের কোনোকালে ও সুখ নাই,তাই আমাদের অন্তরে একটি নিরন্তর কান্না আছে অনন্তের জন্যে।

Believe yourself made for love - to embrace all,to be united ultimately with all. (Edward Carpenter)।

প্রেমে সকলের সাথে যোগ।এই যোগেই সার্থক হয় জীবন।

" এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে,

ভুবন ভরে আছে যেন,পাই নে জীবন ভরে ".....

এই আকুল চাওয়া - পাওয়া জগৎ জুড়ে ।কেন এই অতৃপ্তি ? কারণ জীবন ঐশ্চর্য মন্ডিত হলেও এক মাধুর্যমন্ডিতে আবিষ্ট।কবির কিছুতেই মন ভরছেনা।সব বিকিয়ে ও তার দাম পাচ্ছেন না। গানের শেষের লাইনে বলেছেন  - গভীর সুরে  ' চাই নে ' ' চাই নে ' অবিশ্রাম। 

মনে হয়,ঈশ্বর চিরকাল একটু দূরে থাকেন,কারণ তিনি অনন্ত।আর অনন্তের স্বাদ পেতে গেলে তাঁর জন্যে ব্যাকুল হতে হয়।

রবীন্দ্রনাথের গানের মধ্যে জীবন দেবতা মুখরিত। শ্রী অরবিন্দ বলেছেন,' He is.In Him we live,we move and have our being '. এক মাত্র তুমিই পার আমার  ' জীবন ভরে ' দিতে।

" আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে,

আমার সকল ব্যাথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে " ।।

No comments