Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রখর গ্রীষ্ম আসে বসন্ত বিলাপে! ( ধূসর পান্ডুলিপি / মনোজিৎ দাস )

প্রখর গ্রীষ্ম আসে বসন্ত বিলাপে।।  ( ধূসর পান্ডুলিপি  / মনোজিৎ দাস )
দীর্ঘ প্রতিক্ষার পর তোমাকে নতুন করে পাওয়া - প্রতীক্ষায় যেমন থাকে প্রেমিকপ্রথম বসন্তের ছোঁয়ায়।পেশাদার, অপেশাদার কলমের কালি পায় তার আপন মহিমা।প্রচ্ছদে ফুটে ওঠে…

 

প্রখর গ্রীষ্ম আসে বসন্ত বিলাপে।।  ( ধূসর পান্ডুলিপি  / মনোজিৎ দাস )


দীর্ঘ প্রতিক্ষার পর তোমাকে নতুন করে পাওয়া - 

প্রতীক্ষায় যেমন থাকে প্রেমিক

প্রথম বসন্তের ছোঁয়ায়।

পেশাদার, অপেশাদার কলমের কালি পায় তার আপন মহিমা।

প্রচ্ছদে ফুটে ওঠে এক নতুন আবিষ্কার।

 আবার আসবে তুমি

দীর্ঘ অপেক্ষায়।

 কত স্মৃতি এখন বিস্মৃতি মনে হয়।

সাক্ষী থাকুক ঐ প্ল্যাটফর্ম

অগুনিত বই প্রেমিকের সাথে

সাক্ষী থাকুক কিছু চন্দ্রমল্লিকা, আম্রমুকুল ,আর

না বলা অনেক কথা।

পড়ন্ত বেলায় শুধু উড়ে যায় 

না পড়া কিছু বইয়ের পাতা।

ধুলো মাখা , চপ্পল পরা কবিরা 

ফিরে গেছে নিজেদের টেবিলে।

ঘুম আসে না,ঘুম আসে না চোখের কোনায়।

প্রিয় বসন্ত আসে,বই মেলা আসে,

আবার চলে যায়  - 


No comments