Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রাম-১ ব্লকে প্রান্তিক মাছচাষিদের নিয়ে ছোট ছোট বৈঠক করে মৎস্য সম্প্রসারনের উদ্যোগী ব্লক মৎস্য বিভাগ

নন্দীগ্রাম-১ ব্লকে প্রান্তিক মাছচাষিদের নিয়ে ছোট ছোট বৈঠক করে মৎস্য সম্প্রসারনের উদ্যোগী ব্লক মৎস্য বিভাগ  পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ব্লকে প্রান্তিক মাছচাষিদের নিয়ে ছোট ছোট দল গঠন করে মৎস্য সম্প্রসারনের উদ্যোগী ব্লক মৎস্য বি…

 




নন্দীগ্রাম-১ ব্লকে প্রান্তিক মাছচাষিদের নিয়ে ছোট ছোট বৈঠক করে মৎস্য সম্প্রসারনের উদ্যোগী ব্লক মৎস্য বিভাগ  

 

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ব্লকে প্রান্তিক মাছচাষিদের নিয়ে ছোট ছোট দল গঠন করে মৎস্য সম্প্রসারনের উদ্যোগী ব্লক মৎস্য বিভাগ। মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু প্রত্যন্ত গ্রাম এলাকায় গিয়ে মাছ চাষিদের বাড়ির ওঠোনে বসে মাছ চাষিদের সাথে মত বিনিময় ও সরকারি প্রকল্পের বিষয়ে বুঝিয়ে বলছেন।  মাছ চাষিদের নিয়ে গঠিত হচ্ছে মৎস্য উৎপাদক গোষ্টী । ব্লক মৎস্য বিভাগের এমন অভিনব উদ্যোগে সাধারন মাছ চাষিদের মধ্যে বেশ আশা উদ্দিপনার সঞ্চার হচ্ছে। পরিকল্পিত মাছ চাষে উৎসাহীত হচ্ছে । এমন উদ্যোগে নতুন প্রজন্মের বেকার যুবক মাছকে কেন্দ্র করে স্বনির্ভরতার দিশা খুঁজে পাচ্ছে।

প্রান্তিক মৎস্য চাষীদের সাথে এরূপ একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হল নন্দীগ্রামের নদী তীরবর্তী  নাকচিরাচর গ্রামে। বৈঠকে উপস্থিত মাছ চাষি স্বদেশ গিরি বলেন, ভেনামি চিংড়ি চাষে মন্দা দেখা দিয়েছে । নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্য বিভাগের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু বলেন, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। নোনা জলে শুধুমাত্র  ভেনামী বা মিস্টিজলে শুধুমাত্র কার্পজাতীয় মাছ চাষ না করে অন্যান্য লাভজনক মাছ চাষেও চাষিদের এগিয়ে আসার আহবান জানান। মৎস্য দপ্তর এবং মৎস্য খামারীদের সমন্বিত প্রচেষ্টায় সকল সমস্যা কাটিয়ে মাছ চাষে আরো সমৃদ্ধ করে উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন। 

প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় বৈঠকে প্রধান মন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, মৎস্যজীবী নিবন্ধীকরন, মৎস্যজীবী বিমা, মৎস্যজীবি ক্রেডিট কার্ড, কোষ্টাল একুয়াকালচার রেজিস্ট্রেশান সহ সরকারি বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। একেবারে বাড়ির ওঠোন মাছের ভেড়ির পাশে এমন আলোচনা সভা অনুষ্টিত হওয়ায় উপস্থিত মাছ চাষি প্রকাশ চন্দ্র গিরি, সন্দিপ ওঝা, বাবলু গিরি, মোহন গিরি , চন্দনা জানা প্রমুখ মহিলা পুরুষ  অত্যন্ত আনন্দীত ।

No comments