Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গরীব ও মেধাবী পড়ুয়াদের হাতে বই তুলে দেন জেলাশাসক

গরীব ও মেধাবী পড়ুয়াদের হাতে বই তুলে দেন জেলাশাসক
বাড়িতে ছেলেমেয়েদের পড়াশোনার পরিবেশ তৈরি এবং তাদের পাঠে আগ্রহী করে তুলতে মায়েদের ভূমিকাই সবচেয়ে বেশি। ছোট থেকে সন্তানদের বাড়িতে শ্রমদানের কাজ চাপিয়ে দিয়ে ভবিষ্যৎ নষ্ট না করার পরামর্শ…

 





গরীব ও মেধাবী পড়ুয়াদের হাতে বই তুলে দেন জেলাশাসক

 


বাড়িতে ছেলেমেয়েদের পড়াশোনার পরিবেশ তৈরি এবং তাদের পাঠে আগ্রহী করে তুলতে মায়েদের ভূমিকাই সবচেয়ে বেশি। ছোট থেকে সন্তানদের বাড়িতে শ্রমদানের কাজ চাপিয়ে দিয়ে ভবিষ্যৎ নষ্ট না করার পরামর্শ দিলেন জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি। বুধবার হলদিয়া পুরসভার প্রেসকর্নারে গরীব পড়ুয়াদের বই বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, গরীব পরিবারগুলিতে এইভাবে বহু মেধাবী পড়ুয়ার জীবন শেষ হয়ে যায়। স্কুল কলেজের শিক্ষা ওই পরিবারগুলিতে অর্থনৈতিক অবস্থার যে পরিবর্তন আনতে পারত, তা আর হয়ে ওঠে না। ফলে দারিদ্র্য থেকেই যায়। শিক্ষার ফলে অর্জিত জ্ঞান মানুষকে কাজের সুযোগ এনে দেয়। এদিন গরীব ও মেধাবী পড়ুয়াদের হাতে বই তুলে দেন জেলাশাসক। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, আইওসির চিফ জেনারেল ম্যানেজার(টেকনিক্যাল) দেবাশিস দত্ত, আইওসির জিএম শম্ভু চক্রবর্তী প্রমুখ। আইওসি রিফাইনারি কর্তৃপক্ষ, হলদিয়া প্রেসকর্নার ও স্থানীয় ঋষি বঙ্কিম ক্লাবের যৌথ উদ্যোগে শতাধিক পড়ুয়াকে বই ও খাতা বিতরণ করা হয়। হলদিয়ার সাংবাদিকদের এধরনের সামাজিক কাজে আরও এগিয়ে আসার জন্য উৎসাহ দেন জেলাশাসক ও আইওসি কর্তৃপক্ষ।



No comments