Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এক রাতে তিনটি স্কুলে চুরি, গ্রেপ্তার ৩

এক রাতে তিনটি স্কুলে চুরি, গ্রেপ্তার  ৩
  নন্দীগ্রাম থানা এলাকাতে ৩ টি স্কুলে চুরির  ঘটন ঘটে। নন্দীগ্রাম ১ ব্লকের কালীচরণপুর হাইস্কুল, মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তন ও রাজারামচক শিক্ষানিকেতনে নগদ টাকা বেশ কিছু মূল্যবান নথি খোওয়া য…


 



এক রাতে তিনটি স্কুলে চুরি, গ্রেপ্তার  ৩


  নন্দীগ্রাম থানা এলাকাতে ৩ টি স্কুলে চুরির  ঘটন ঘটে। নন্দীগ্রাম ১ ব্লকের কালীচরণপুর হাইস্কুল, মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তন ও রাজারামচক শিক্ষানিকেতনে নগদ টাকা বেশ কিছু মূল্যবান নথি খোওয়া যাওয়ার অভিযোগ।  ৩ টি স্কুলের তরফে পৃথক পৃথক লিখিত অভিযোগ করা হয় নন্দীগ্রাম থানাতে। গত রাতে গড় চক্রবেড়িয়া একটি স্কুলে চুরির অভিযোগ ওঠে।  ৩ দুষ্কৃতীকে গ্রেফতায় করে  নন্দীগ্রাম থানার পুলিশ। ধৃতদের নাম সেখ ওয়াসিম রহমান, আকাশ দাসও  লালু করন।  ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি  হেফাজতের নির্দেশ দেন বিচারক।

No comments