Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিরল প্রজাতির কচ্ছপ মৃত ভেসে এলো

বিরল প্রজাতির কচ্ছপ মৃত ভেসে এলোদীঘা মোহনায় দেখা মিলল বিরল প্রজাতির কচ্ছপ। গত কয়েকদিন ধরে দীঘার সমুদ্র সৈকতে মৃত অবস্থায় ভেসে আসছে এই বিরল প্রজাতির কচ্ছপ। যা দেখে পর্যটকরা যেমন ছুটে যাচ্ছেন তেমনি কেউ কেউ আবার সেলফি তোলার জন্য …

 


বিরল প্রজাতির কচ্ছপ মৃত ভেসে এলো

দীঘা মোহনায় দেখা মিলল বিরল প্রজাতির কচ্ছপ। গত কয়েকদিন ধরে দীঘার সমুদ্র সৈকতে মৃত অবস্থায় ভেসে আসছে এই বিরল প্রজাতির কচ্ছপ। যা দেখে পর্যটকরা যেমন ছুটে যাচ্ছেন তেমনি কেউ কেউ আবার সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে উঠছেন। তবে কি কারনে এই কচ্ছপ গুলি ভেসে আসছে তা কেউই বলতে পারছেন না। গত কয়েকদিন আগে নিউ দীঘার সমুদ্রের মৃত অবস্থায়জলে ভেসে এসেছিল এই বিরল প্রজাতির কচ্ছপ। আবার ঠিক কয়েকদিন পরে দীঘা মোহনা সমুদ্র সৈকতে উঠে এলো বিশালাকৃতির এই বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয়দের কথায় এই সমস্ত কচ্ছপ গুলি সাধারণত মাঝ সমুদ্রে থাকে। ডিম পাড়ার সময় হলে তারা নদীর পাড়ের দিকে চলে আসে। তখনই জেলেদের জালে জড়িয়ে যায়। অনেক সময় চোরাচালানকারীরা, নিজেরাই এগুলিকে এনে বিক্রি করে দেয়। আবার কোন কোন সময় সরকারের কোপে পড়ার ভয়ে মাঝ সমুদ্রেই অনেকেই ফেলে দেন এই কচ্ছপগুলোকে। পরেতারা ভেসে এসে সমুদ্রে তীরে সেই লাগে। যদিও বা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই বিরল প্রজাতির কচ্ছপকে ধরা নিষিদ্ধ রয়েছে।

তবে এই ধরনের চোরাশিকার কে বন্ধ না করলে পরিবেশ তার ভারসাম্য নষ্ট করবে বলে জানাচ্ছেন মৎস্য দপ্তরের আধিকারিকরা।

No comments