Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে ফেরি সার্ভিস চালানোকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনাস্থলের নন্দীগ্রাম থানার পুলিশ

নন্দীগ্রামে ফেরি সার্ভিস চালানোকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনাস্থলের নন্দীগ্রাম থানার পুলিশআজ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসুলীচক বাসুলি মন্দির সংলগ্ন দীনবন্ধুপুর পরিয়াচক খেয়াঘাটে ফেরি সার্ভিস চাল…

 




নন্দীগ্রামে ফেরি সার্ভিস চালানোকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনাস্থলের নন্দীগ্রাম থানার পুলিশ

আজ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসুলীচক বাসুলি মন্দির সংলগ্ন দীনবন্ধুপুর পরিয়াচক খেয়াঘাটে ফেরি সার্ভিস চালানোকে কেন্দ্র করে উত্তেজনা দেখা যায়। উল্লেখ্য প্রতিবছর রবি দাস নামের ব্যক্তি কেন্দ্যেমারি হলদিয়া-নন্দীগ্রাম ফেরি সার্ভিস এবং দীনবন্ধু পুরের পড়িয়া চকের খেয়াঘাট পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কাছ থেকে টেন্ডার নিয়ে ফেরি সার্ভিস চালাতেন। কিন্তু এবছর দীনবন্ধু পুরের পড়িয়াচক খেয়াঘাট ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গৌরী গিরি টেন্ডার নিয়েছেন। নতুন টেন্ডার অনুযায়ী তিনি ফেরি সার্ভিস চালাচ্ছেন, আজ মকর সংক্রান্তি উপলক্ষে খেয়াঘাটে যথেষ্ট মানুষের ভিড় ছিল, আজ পূর্ববর্তী যিনি টেন্ডার নিতেন তিনি দীনবন্ধুপুর পড়িয়াচকের ফেরি সার্ভিস জেলা পরিষদের পুরনো টেন্ডার নিয়ে আজ জোরপূর্বক দীনবন্ধু পুরের পড়িয়া চকে ফেরি সার্ভিস চালানোর চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ, অবশেষে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা নাসিমা খাতুনের সহায়তায় এবং নন্দীগ্রাম থানার পুলিশের উপস্থিতিতে জেলা পরিষদের নতুন টেন্ডার গ্রহণকারী গৌরী গিরিই এই ফেরি সার্ভিস চালাতে পারবে এমনই সিদ্ধান্ত হয়। কারণ এই ফেরি সার্ভিস চালানোর  টেন্ডার এবছর গৌরী গিরি পেয়েছেন কিন্তু রবিদাস তিনি পাননি। যেহেতু গৌরী গিরির কাছে নতুন টেন্ডারের কাগজ আছে তাই গৌরী গিরি চালানোর যোগ্য শেষ পর্যন্ত এমনই সিদ্ধান্ত হয়।

No comments