হলদিয়া মেলার চমক তালিকা প্রকাশ কোভিড কাটিয়ে দু'বছর পরে হলদিয়া মেলা হবে ৩ ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। হলদিয়া সহ জেলা বাসিকে আনন্দ দেওয়ার জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদ শিল্পী তালিকা প্রকাশ করলেন হলদিয়া উন্নয়ন …
হলদিয়া মেলার চমক তালিকা প্রকাশ
কোভিড কাটিয়ে দু'বছর পরে হলদিয়া মেলা হবে ৩ ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। হলদিয়া সহ জেলা বাসিকে আনন্দ দেওয়ার জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদ শিল্পী তালিকা প্রকাশ করলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর
হলদিয়া মেলা নিয়ে হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাকক্ষে সাংবাদিক বৈঠকে এইচডিএ-এর চেয়ারম্যান জ্যোতির্ময় কর,ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা,চিফ এক্সিকিউটিভ অফিসার কন্থাম সুধীর সহ অন্যরা,
হলদিয়া মেলা ২০২৩
হলদিয়া উন্নয়ন পর্ষদ উদ্যোগে শিল্পী তালিকা
৪ ফেব্রুয়ারি মো. ফাইজ (মুম্বাই)
৫ ফেব্রুয়ারি রাজশ্রী বাগ (মুম্বাই)
৬ ফেব্রুয়ারি অঙ্কিতা ভট্টাচার্য (কলকাতা)
৭ ফেব্রুয়ারি রাঘব চ্যাটার্জি (কলকাতা)
৮ ফেব্রুয়ারি নচিকেতা চক্রবর্তী (কলকাতা)
৯ ফেব্রুয়ারি ওড়িশা ড্যান্স (ওডিশা)
১০ ফেব্রুয়ারি লোপামুদ্রা মিত্র (কলকাতা)
১১ ফেব্রুয়ারি অর্পিতা চক্রবর্তী (কলকাতা)
১২ ফেব্রুয়ারি আকৃতি কক্কর (মুম্বাই)
No comments