Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বছর বছর রেলের বাজেট বাড়লেও বাড়েনি সংস্কৃতির বাজেট ক্ষোভ পরিচালক গৌতম ঘোষের

বছর বছর রেলের বাজেট বাড়লেও বাড়েনি সংস্কৃতির বাজেট ক্ষোভ পরিচালক  গৌতম ঘোষের

হলদিয়া বন্দর ঃ একটু আধটু রেলের লাইন করে প্রতি বছর রেলের বাজেট বৃদ্ধি হয়ে চলেছে। কিন্তু সংস্কৃতির বাজেট দীর্ঘদিন ধরে বৃদ্ধি  পায়নি। ফলে সামজে সংস্কৃতি ধীর…

 




বছর বছর রেলের বাজেট বাড়লেও বাড়েনি সংস্কৃতির বাজেট ক্ষোভ পরিচালক  গৌতম ঘোষের



হলদিয়া বন্দর ঃ একটু আধটু রেলের লাইন করে প্রতি বছর রেলের বাজেট বৃদ্ধি হয়ে চলেছে। কিন্তু সংস্কৃতির বাজেট দীর্ঘদিন ধরে বৃদ্ধি  পায়নি। ফলে সামজে সংস্কৃতি ধীরে ধীরে  তার গরিমা হারাচ্ছে। হলদিয়ায় আইকেয়ার সংস্থার উদ্যোগে ১৩ তম বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন পরিচালক গৌতম ঘোষ। এদিন গৌতম ঘোষের পাশাপাশি  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, আইকেয়ারের প্রতিষ্ঠাতা, প্রাক্তন সাংসদ ললক্ষ্মণ শেঠ,প্রনব দাস সমাজ সেবী, সাঁতারু বুলা চৌধুরী, সুদর্শন মান্না, আইকারের সম্পাদক আশিষ লাহিড়ী  সহ অন্যান্যরা।  বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব চলে আগামী ২৩ শে জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন রাজ্যের পাশাপাশি  বাংলাদেশের বহু কবি সাহিত্যিকেরা অনুষ্ঠানে হাজির হয়েছেন। 

এদিন পরিচালক বর্তমান সময়ে নানা প্রসঙ্গ তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

No comments