Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সারা রাজ্যের ন্যায় ল ক্লাকর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পেন ডাউন কর্মবিরতি কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছে

সারা রাজ্যের ন্যায় ল ক্লাকর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পেন ডাউন কর্মবিরতি কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছে

 পশ্চিমবঙ্গ ‘ল’ক্লার্ক এ্যাসোসিয়েশান উদ্যোগে রাজ্যব্যাপী কর্মবিরতি। সারা রাজ্যের ন্যায় হলদিয়া মহকুমার আদালত, হলদিয়া এসডিও…

 


সারা রাজ্যের ন্যায় ল ক্লাকর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পেন ডাউন কর্মবিরতি কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছে



 পশ্চিমবঙ্গ ‘ল’ক্লার্ক এ্যাসোসিয়েশান উদ্যোগে রাজ্যব্যাপী কর্মবিরতি। সারা রাজ্যের ন্যায় হলদিয়া মহকুমার আদালত, হলদিয়া এসডিও অফিস এবং বিভিন্ন ভিডিও অফিসে 'ল' ক্লাকর্স উদ্যোগে পেন ডাউন কর্মসূচি পালিত হয়।

 ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/DNS-cVP0a0U

পঃ বঃ ল'ক্লাকর্স এ্যাসোসিয়েশানের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ হলদিয়া এ্যাডভোকেটস বার এ্যাসোসিয়েশান উদ্যোগে  ১৩ ই জানুয়ারী  সারা রাজ্য ব্যাপি সমস্ত আদালত ও প্রশাসন স্তরের অফিস গুলিতে নিম্ন লিখিত দাবীর ভিত্তিতে ‘কলম বিরতির কর্মসূচী গ্রহন করে । কর্মসূচী পালনে সকলের পূর্ন সহযোগীতা কামনা করেন সম্পাদক দীপক মান্না।

দাবীসমূহ :

Law clerk right to act কার্য্যে পরিনত করা।

তা সমস্ত ল’ক্লার্কদের আদালত চত্বরে ও প্রশাসন স্তরে সরকারী বায়ে বসিবার জায়গার ব্যবস্থা করা।

২। সমস্ত ল'ক্লার্কদের সরকারী ভাবে ওয়েলফেয়ার ফান্ড চালু করা। ৪। আদালত ও প্রশাসন স্তরে আগত বিচার প্রার্থীদের পানীয় জল, শৌচাগার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা। ৫।প্রতিটি মহাকুমা আদালতে স্থায়ী ভেন্ডার নিয়োগ করা। ৬। আরো অন্যান্য দাবীতে। বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন নীতির উপরে আজকের ল ক্লাস অ্যাসোসিয়েশন এর সদস্যরা তাদের খুব উর্বরে দিলেন।


No comments